Wednesday, January 28, 2015

"সর্বধর্ম একই শান্তির বাণী"

"সর্বধর্ম একই শান্তির বাণী"
মিজানুর ভূঁইয়া

প্রত্যুষে হাটছিলাম গাঁয়ের মেঠো পথ ধরে
তুমি আসছিলে মন্দিরে প্রার্থনা করে
আমি আসছিলাম মসজিদে নামাজ পড়ে
দুজনেই গিয়েছিলাম ইবাদতের ঘরে ।
হেটে হেটে দুজনের হলো অনেক আলাপন ।
তুমি যা চাইলে তোমার ঈশ্বরের কাছে
আমিও ঠিক একই প্রার্থনা করেছি আল্লাহর কাছে।
তুমি চাইলে বিশ্বমানবের শান্তি ঈশ্বরের তরে
আমিও একই শান্তি চাইলাম আল্লহর ঘরে । 
একই মন, একই ধ্যান, একই চাওয়া পাওয়া
ভিন্ন ছিলো শুধু দুইজনে দুই উপাসনালয়ে যাওয়া।
চোখ মুখ হাত পা দুজনার একই রকম গড়া
তবে কেন ধর্ম নিয়ে হয় এতো বিবাদ, এতো ঝগড়া।
সমগ্র মানবজাতী বিধাতার অপূর্ব এক সৃষ্টি
এই জগৎ সংসারে তবুও কেন হয় এতো অনাসৃষ্টি।
সকল ধর্মের একই বাণী, শান্তি স্থিতি আর মানবতা
বলে গেছেন যুগে যুগে মহামানবগণ আর ধর্ম দেবতা।
সকল ধর্মে শুনি একই শান্তির বাণী
তবুও কেনো মানুষে মানুষে এতো হানাহানি ।
ধর্মীয় আচার যার যার, হউক না তাহা ভিন্ন
কথায় আচরণে করোনাকো কেউ কাউকে  বিদীর্ণ।
ধর্মবাণীতে বলিয়াণ হয়ে, হয়ে  উঠো অনন্য
শান্তিতে ভরিয়া উঠিবে জগৎ, জীবন হবে ধন্য ।
========================
২৮ জানুয়ারী ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ
 

No comments:

Post a Comment