Wednesday, January 21, 2015

"অনন্যা"

প্রেমের কবিতাঃ-"অনন্যা"
মিজানুর ভূঁইয়া


দেখিনি তোমায় কখনো বাঁধতে খোঁপা চুলে
দেখেছি শুধু চুলগুলো থাকতে পিঠে ঝুলে।
এক পলকে থাকতাম তোমার দিকে চেয়ে
নয়ন দু'টো ভরে যেতো সুখের ছোঁয়া পেয়ে।
মন আমার যেতো শুধু তোমার দিকে ধেয়ে
তুমি আমার মনের ভিতর বাসা বেঁধে ছিলে।
চোখ দু'টো ছিল তোমার ঠিক হরিনীর মতো
এক পলকে তাকিয়ে তাই থাকতাম অভিরত।
চাঁদের পানে তাকিয়ে যেমন দেখতাম তার আলো
তোমার দিকে তাকিয়ে থাকতে লাগতো তেমন ভালো।  
তোমার কথা মধুর মতো লাগতো আমার মনে
তোমায় আমি ভালবেসেছিলাম অতি সঙ্গোপনে ।
রূপে গুনে যেমন তুমি ছিলে অনন্যা
সহজ সরল মনটি তোমায় করেছে ধন্যা।
তুমি আজও আমার মনে করছো বসবাস
এ-জনমে না হয় যদি, আরেক জনমে
মিলবো দু'জনে, বাঁধবো সুখের নিবাস ।
===========================
২১ জানুয়ারী  ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment