Sunday, January 4, 2015

"সুবচন যখন নির্বাসন"

 "সুবচন যখন নির্বাসন"

মিজানুর ভূঁইয়া

 
জীবনের প্রকৃত সত্যকে এড়িয়ে যাওয়াই
হয়তো তোমার একমাত্র লক্ষ্য ছিল ।
আর সে কারণেই মিথ্যে অজুহাতের ছুতায়
নিজেকে টেনে নাও আপন বলয়ে। 
যে মাটির উপর একাগ্র দৃঢ়তায়
তুমি দাড়িয়ে থাকবে বলে পণ করেছিলে।
আজ সেই মাটিটুকু অতি কৌশলে সরিয়ে
তুমি মাঁচার উপর দাড়িয়ে আছো। 
পায়ের নিচের মাঁচাটি ভঙ্গুর জেনেও 
তুমি অকুতভয়ীর মতো দ্বিধাহীন চিত্তে দন্ডায়মান।
তোমার দুর্দান্ত ও দুর্বিনীত মনস্কতা
জীবনের আসল সত্যকে কলুষতা দিয়ে ঢেকেছে।
তোমার সত্যকে অসত্য বানানোর যে প্রক্রিয়া
তা তোমার ভিতরের মানুষটিকে বদ করেছে ।
তুমি জীবনের যে সত্যকে ধারণ করে বাঁচার কথা
সেই লক্ষ্যস্থল থেকে তুমি এখন কয়েম কদম দুরে।
তোমার বেপরওয়া ও ক্ষীপ্র গতিতে পথ চলা
আর সকল পথিকের পথ চলাকে করেছে সঙ্কাগ্রস্থ।
তবুও তুমি নির্বিকার, আপন জগতেই নিমজ্জিত  
তোমার সকল সুবচন আজ নিস্পেষিত নির্বাসনে।
জীবনের পরম সত্যগুলু আজ একান্তই শৃঙ্খলিত

সুবচন যখন নির্বাসনে, জীবন তখন প্রহসনে । 
অবশেষ থাকে শুধুই একটি ধ্বংসস্থুপ আর আতঙ্ক
 একটি অসুস্থ্য ধারা ক্ষনিকের হতে পারে,

 এর বোঝা সারা জীবন বয়ে বেড়ানো যায়না।
========================
জানুয়ারী ০৪, ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment