Friday, September 26, 2014

"আমার আমি"

"আমার আমি"

মিজানুর ভূঁইয়া

 আমি ঘোলাজলে করিনা বাস
স্বচ্ছ জলে আমার নিবাস ।
বাহিরে আমায় দেখিবে যাহা
ভিতরেও আমার রয়েছে তাহা।
ধুম্রজালের বিভ্রাটে করিনা শিকার
থাকি আমি উচ্চ করে শিরদাড়।
তালগোল পাকিয়ে দেইনা তরী পার
কেউ পারেনা বানাতে আমাকে ভাঁড়।
আমি অন্যায়ের সাথে করিনা আপোষ
তাই হইনা কারো পায়ের পাপোস।
আমি করিনা ধারণ কৃত্তিম মুখোশ
সময়ের আদলে খুলে দেওয়া খোলস।
আমি দিল দিয়ে দিলকে টানি
করিনা কখনো বেঈমানি।
দিলের আসনে বসেন তিনি
এই দিলের আসল কদর বুঝেন যিনি।
=======================
রচনা: সেপ্টেম্বর ২৬ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment