Wednesday, October 1, 2014

মা বচন: ৪

মা বচন: ৪
১. যে ভাল কিছু শিখতে চায়না; তাকে কখনোই শিখানো যায়না
২. যেজন জেগে জেগে ঘুমায়; তাকে কখোনই জাগানো যায়না
৩. যেজন মনে দুরভিসন্ধি নিয়ে থাকে; কোনো সৎউপদেশই তার আমলে আসেনা
(সংক্ষিপ্ত বচন, অর্থে যার মহা রচন)
অক্টোবর ০১ ২০১৪

No comments:

Post a Comment