Tuesday, September 16, 2014

"প্রকৃতি ও মানুষ"

"প্রকৃতি ও মানুষ"

মিজানুর ভূঁইয়া 

প্রকৃতির উদারতা আর অপরূপ সুন্দর্জ্যের  ধরন
করিতে পারো যদি আপন মনেতে ধারণ।
জীবন হয়ে উঠবে তোমার অসাধারণ
ভাল মনে ভাল কাজ; কর যদি সাধন।
মানুষ তোমায় স্বসম্মানে করিবে বরণ।
প্রকৃতির বিচিত্র সব রঙের বাহার
তা যদি হয় তোমার মনের আহার।
মন প্রফুল্লতায় ভরিয়া রহিবে তোমার।
মনের ভিতর আছে যতো গ্লানি আর ক্লেদ
দূর করিবে মনের ভিতর আছে যতো ভেধাভেদ।
প্রকৃতি কখনই নিজে হয়না কৃপণ
দেয় সর্বস্ব উজাড় করে ভেবে তোমায় আপন।
মানুষ যখন হয়ে যায় একেবারে কৃপণ
নিতান্তই ছোট হয়ে যায় তার আপন ভুবন।
প্রকৃতির উদার সুন্দর্জ্যের লীলা করিলে নিধন
প্রকৃতিও বিরাগ হয়ে করিবে তোমার পতন।
সৃষ্টির অপরূপ উদার এই  ভূমন্ডলে
ভাল যতো দেখো; নাও তাহা হৃদয়েতে তুলে।
======================== 
রচনা: ১৬ সেপ্টেম্বর ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment