Friday, August 29, 2014

"পথ ভ্রষ্ট এক পথিকের কথা"

"পথ ভ্রষ্ট এক পথিকের কথা"

মিজানুর ভূঁইয়া 


রুদ্ধ দ্বারের তিমীরে ছিলে তুমি বন্ধি
মিলতোনা আলোর দেখা, করে কোনো ফন্ধি।
পাথরে মাথা ঠুঁকে করতে যখন আত্মহনন
একটু আলোর দিশাই ছিলো তোমার জীবন স্বপন।
জীবন নাটকের খেলায় যখন হলে ছিন্নভিন্ন
বেচে থাকার আশা তখন হয়ে গেলো শূন্য।
হতাশা আর বিভীষিকায় কাটতো দিবানিশি
সুখের আশা ছেড়ে দিয়ে হয়ে ছিলে ঋষি। 
আকাশ থেকে নেমে এলো একঝলক আলোক
জীবন তখন পাল্টে গিয়ে মেললো ডানা পালক। 
ভাগ্য দুয়ার খুলে গিয়ে জীবন খুঁজে পেলে
হঠাৎ করে স্মৃতি থেকে অতীত মুছে দিলে।
জীবন আশার বাতি নিভে হতে শুধুই দাহন 
নতুন রূপে নতুন দিনের গাইছো সাত কাহন।
=============================
রচনা- ২৯ অগাস্ট ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

    No comments:

    Post a Comment