Saturday, August 23, 2014

"জীবন কথা"

"জীবন কথা"
মিজানুর ভূঁইয়া:- 

সৃস্টিতে যখন হয়না বৃস্টি
মনে জাগে সব অনাসৃষ্টি।
ফুরিয়ে যায় হৃদয়ের মাঝে
আছে যতো ভাষা মিষ্টি।
ক্ষীন হয়ে পড়ে আপন কৃষ্টি
হয়ে যায় একেবারে আই-বুড়ো,
হাতে নিয়ে অন্ধের ঝষ্টি।
জীবনের সব লেনদেন হয়েও হয়না
শেষ; তবুও থাকে তার কিছু রেশ।
এভাবেই জীবন একদিন ফুরিয়ে যায় 
থাকেনা তার কোনো অবশেষ;
হয়ে যায় সব কিছু একেবারেই নিঃশেষ।
এই জীবনে কে কার প্রতি রাখে 
এতোটুকু বিশ্বাস, আপন সেও নয়;
যাকে বলি আমরা জীবন কিংবা নিঃশ্বাস। 
===========================
রচনা: ২৪ অগাস্ট ২০১৪
লন্ডন, যুক্তরাজ্য

No comments:

Post a Comment