Tuesday, August 12, 2014

"এইদিন-সেইদিন"

"এইদিন-সেইদিন"

মিজানুর ভূঁইয়া  

বাবা তুমি অনেক আগেই গেছো চলে
অবশেষে মা-ও গেলো চলে তোমার টানে।
যাওনি তোমরা আমাদের কিছু বলে
রেখে গেছো আমাদের একা ফেলে।
জগৎ জুড়ে মিলবে কি আর এমন মধুর মানুষ
ভালবাসায় বুক ভরা যার ছিলো নিরুন্গ্কুশ।  
গুনে-মানে মা আমাদের ছিলো বিশ্বমানের
বিশাল এক রত্ন ছিলো তোমার মন ও প্রানের।
করতো তোমায় ভীষন সেবা ও যত্ন
তুমি ছিলে তার জীবনের এক মহারত্ন।
দেখিনি কখনো তাকে করতে অভিমান
বাসত ভালো তোমায় দিয়ে সকল মন ও প্রাণ।
বাবা যখন উঠতো রেগে, যাওনি তুমি তেড়ে
ঝগড়া বিবাদ যাই-বা হতো যেতোনা তা বেড়ে।
মায়াভরা সোহাগ তখন হৃদয় যেতো নেড়ে
ভালবাসার টান তোমাদের যেতো সীমা ছেড়ে।
কৃত্তিমতার ভান ছিলোনা, ছিলোনা ছল-চাতুরী
ভালবাসার প্রতীমা ছিলে, ছিলে মহাআদুরী।
ভক্তি ছিলো অন্তর জুড়ে বাবার প্রতি তোমার
একই ভক্তি নিয়ে, মিললে গিয়ে সেই যে পরো-পার।
============================
রচনা: ১২ অগাস্ট ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ   

No comments:

Post a Comment