Tuesday, August 5, 2014

"জেগে উঠুক আজ বিশ্ববিবেক"

অগনিত নিরীহ গাজাবাসী ও ফিলিস্তিনবাসীদের এই দুর্বিসহ অবস্থার প্রতি সহমর্মিতায়
আমার এই ক্ষুদ্র প্রয়াস:-
"জেগে উঠুক আজ বিশ্ববিবেক"
মিজানুর ভূঁইয়া
 
বিশ্ববিবেক চারিদিকে আজ স্তম্ভিত
কেনো নয় ঘাতকেরা এতোটুকু শংকিত।
দুর্দমনীয় গতিতে, গুলি চালায় খুলিতে
বিশ্ব মানবতা পারেনা তা ভুলিতে।
কেনো নয় নির্লজ্জ ঘাতকের দল;
ঝুলছে আজও মরণ শুলিতে।
পরাশক্তিরা আজ কোথায় গেলো?
ঘাতকদল এই সাহস কোথায় পেলো?
ধর্মের নামে নিরীহ মানুষ ও শিশু মেরে। 
মাতৃভূমি তাদের নিতে চাও কেড়ে।
এ কেমন নারকীয় পিচাষতা
নির্মম, নিষ্ঠুর, বর্বর পাষন্ডতা।
বধিতেছো লাখো প্রাণ, বধিতেছো বিশ্বমানবতা।
তবে কি আজও জাগিবেনা ঘুমন্ত বিবেক!
শান্তির মিশন ও বিশ্ব মুরুব্বিরা
আছেন কেনো আজও ঘুমিয়ে!
দয়া করে এবার জেগে উঠুন।
শান্তির শুভ্র পতাকা এবার উড়িয়ে দিন
নিরীহ গাজাবাসীদের স্বাধীন ভূমিতে।
==========================
রচনা: ০৫ অগাস্ট ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment