Saturday, July 26, 2014

" ডঃ সুলতান আহমেদ"

"সোজা কথা"
প্রিয় মুখ- প্রিয় মানুষ-৮

এইবারের প্রিয় ব্যক্তিত্ব বৃহত্তর ওয়াশিংটন এলাকা ও উত্তর আমেরিকার
সকল শ্রেনীর মানুষের সবচেয়ে প্রিয়ভাজন ও পরম শ্রদ্ধেয়, বিশিষ্ট চিন্তাবিধ
গভেষক ও শিক্ষাবিধ ডঃ সুলতান আহমেদ।

" ডঃ সুলতান আহমেদ"
মিজানুর ভূঁইয়া:- 

বিশ্ব ব্যাংকের প্রাক্তন কর্মকর্তা
করে যাচ্ছেন  কাজ বিশ্বমানবতার জন্য।
তিনি আর কেউ নয়; এই সমাজের একজন 
আমাদের সবার ভক্তির ও প্রাণ-প্রিয় মানুষ
ডঃ সুলতান আহমেদ, গুনে-মানে অনন্য।
স্বভাবে তিনি অতিমিষ্টিভাষী, মুখে তার থাকে হাঁসি
সারাজীবন কাটিয়েছেন মানুষকে ভালবেসে।
দুনিয়া-জুড়ে আছে তার খ্যাতি ও সূনাম
তিনি হলেন বিশিষ্ট জ্ঞানী ও শিক্ষাবিধ।
মানুষের হৃদয়ে করে নিয়েছেন অনেক শক্ত ভিত
কথার মালায় হলেন তিনি এক মহাপন্ডিত।
জ্ঞান তার সীমাহীন, অর্থনীতি, মানবতাবাদ কিংবা ধর্মশাস্রে
শান্তির বাণীতে বিশ্বাসী তিনি; নয় কোনো অস্রে।  
কথা বলেন যুক্তিতে; নয় কোনো জোর-জুলুম শক্তিতে
বিশ্বাস করেন তিনি শান্তি ও মুক্তি আসে ভক্তিতে।  
তিনি হলেন একজন খাঁটি মানবতাবাদী
নাই তার কাছে ভেদাবেদ ধর্ম, গোত্র কিংবা ভিন্নজাতী।
সুদীর্ঘকাল ধরে আছেন তিনি এই দূর প্রবাসে
বিপদে আপদে দৌড়ে আসেন মানুষের কাছে,
এমন গুনি ও সমাজ হিতৈষী কজনই-বা আছে।
============================
রচনা: ২৬ জুলাই ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)  

No comments:

Post a Comment