Tuesday, July 8, 2014

"স্খলিত নৈতিকতা"

"স্খলিত নৈতিকতা" 
মিজানুর ভূঁইয়া
 
পৃথিবীতে জানা অজানা
হাজারো প্রাণ
নিরবে ও নিভৃতে গুমরে কাঁদে
মানবরুপী অমানবিকতার  নিস্পেষণে।
কে রাখে তার খবর
মানুষ কখনো কখনো
বড় অসহায়
মনুষত্বহীন যান্তা তাকে যায় পিষে।
পারেনা বিসর্জিতে
তবুও আপন নৈতিকতাকে ন্যূনতম।
সে সুযোগে চতুরজন
ঢালে অর্গল মাথার উপর
দিবানিশি অনর্গল।
তবুও মানবিকতা যায়না চলে
ভেতর থেকে
যেজন নৈতিকতায় পূজা করে।
অশুভ মনস্কতা কখনো হয়না নুহ্য
সত্যের দ্বার প্রান্তে।
মিথ্যে খোলসে সাধু সেজে থাকে সদা
বাহির থেকে পারেনা কেউ জানতে।
================
রচনা: ০৮ জুলাই ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment