Tuesday, July 15, 2014

"স্বপ্ন সঙ্গম"

"স্বপ্ন সঙ্গম"
মিজানুর ভূঁইয়া 


তোমার ঐ কুসুম কাননে
আমি করিবো বসবাস
ভেবেছি যে কতোবার মনে মনে।
তুমি ছিলে এই মন জুড়ে
দেখিতে পারো তাহা
আমার এই অন্তর খুঁড়ে।
বেধেঁছিলেম মন কোণে স্বপ্ন নীড়
তুমি যদি আসো
করিব বসবাস একই সনে।
দুজনে উড়িব ডানা মেলে
ফুলে ফুলে বনে বনে।
সুখের পরশ লবিবো মনে প্রাণে
জাগিবো সারা রাত
সীমাহীন আলাপন ও অন্তর মিলনে।
সে আশা মোর মিথ্যে হয়ে গেলো
জেগে দেখি আমি দুঃস্বপনে।
======================
রচনা: ১৪ জুলাই ২০১৪
যুক্তরাজ্য
(লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment