Wednesday, January 29, 2014

"মায়ের কদর"

"মায়ের কদর"
মিজানুর ভূঁইয়া

হৃদয় আমার কাদলো কেনো
গভীর রাতের পরে।
সকাল গিয়ে দুপুর হলো
জানলাম, মা গেল মোর মরে।
হৃদয় ভরে রাখলাম ধরে
মাকে আমার কত যতন করে ।
এমনিভাবে হঠাৎ করে
চলে যাবে ভাবিনী তা গুনাক্ষরে।
মাথার উপর ছাতা ছিলো
গেলো তাহা সারা জীবনের তরে সরে।   
মায়াভরা ভালবাসা
এখন চলে গেলো অনেক অনেক দূরে।
মা বিনা এই ধরনীর তরে  
জীবন আমার ভরে রইলো ভীষণ হাহাকারে।
রইলোনা সে; আর মা বলবো কাকে?
শুন্যতা তাই বিরাজ করে হৃদয় বাকে বাকে।
এমন মধুর মমতা
এই জীবনে আর কোথায় পাবো খুজি।
মায়ের মূল্য কত বেশী তা আজ হাড়ে হাড়ে বুঝি।
মায়ের কোলে সন্তান থাকে নিরাপদ
তাইতো সন্তানের জীবনে আসেনা কোনো আপদ-বিপদ ।
সেই মায়ের অভাব কবু পূর্ণ নাহি হয়
এই জগতে এমন সম্পর্ক আর দ্বিতীয়টি কি রয়।
==============================
রচনা: জানুয়ারী ২৩ ২০১৪
দোহা এয়ারপোর্ট কাতার

Tuesday, January 14, 2014

"সেই মুখখানা কোথায় খুঁজে পাই"

"সেই মুখখানা কোথায় খুঁজে পাই" 
--------------------মিজানুর ভূঁইয়া

হৃদয়ের হাঁহাঁকার
মিঠে কি অন্য কিছুতে আর
জ্বলে পুড়ে হয় সব একেবারে ছাঁই
মা বিনে কি করে সেই শুন্যতা ভরাই।
হৃদয়ে লুকিয়ে থাকা সেই সুপ্ত কান্নায়
ঝরে অচেতনে
শত বারী; মায়াভরা সেই মন কোণে।
রেখেছিলাম যাকে মহাযতনে পরম পূজনীয় করে
মমতাভরা এই হৃদয় কুঠুরীতে।
আজ ক্রন্দনে ভরা সেই কুঠুরে,
বারে বারে যখন যেদিকেই আমি তাকাই
মনের চারি পাশে শুধু শুন্যতা খুঁজে পাই
কি যেনো কিছু একটা আমার হয়ে গেছে নাই।
এখানে সেখানে, যখন যেদিকে আমি চোখ মেলে চাই  
পৃথিবীর সব মায়ের মুখপানে;
আমার সেই চির শান্তির ঠিকানা খুঁজে পাই।
তবুও কেনো জানি হায়; আমি সেই মায়াময় সোহাগ
আদৌ অন্য কোথায়ও খুঁজে নাহি পাই।
তাইতো তৃষিত হৃদয়, এদিক সেদিক ছুটে বেড়ায়
আমার মায়ের চিরচেনা মুখখানা কোথায় খুঁজে পাই।


===================
রচনা: ১৪ জানুয়ারী ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

Friday, January 10, 2014

"ধর্ম যার যার রাষ্ট্র সবার

"ধর্ম যার যার রাষ্ট্র সবার
এ কথা মনে রাখিতে হইবে সবার"

 --------মিজানুর ভুঁইয়া

(১) ধর্মের জাল বুনিশ তুই, মানবতার জাল টুটে
আসল খবর রাখিস কি তুই, তোর্ নিজের তলা ফুটো।


(২) ধর্ম দিয়ে তুই জ্বালিস আগুন
নিজের জন্য মাগিস ফাগুন।


(৩) অন্তরে সদাই তুই পুশীষ কালো
কেমন করে তুই করবি পরের ভালো।


(৪) তুই পরের ধর্ম কলুশ করে
নিজের ধর্মে রাখিস উলুশ ভরে।

(৫) ধর্মের যাতাকলে তোমরা হলে অন্ধ
আচরণ করছো, যেন একেবারে জন্তু।


(৬) ধর্ম হলো যার যার বিশ্বাসীয়  আচরণ
নিজের মত সেথায় করবে সবাই বিচরণ। 
 
(৭) ধর্ম হলো শাশ্রীয় বিশ্বাসের ব্যাকরণ
কেউ কাউকে করবেনা আঘাত অকারণ।
=====================
রচনা: জানুয়ারী ১০ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

Thursday, January 9, 2014

" থামাও ধর্মীয় বলত্কার"

" থামাও ধর্মীয় বলত্কার"
------------মিজানুর ভূঁইয়া


উন্মাদনায় উন্মত্ত তোমরা করো ধর্মীয় বলত্কার
অপরাপর ধর্মকে তোমরা করিতেছো কুপোকাত
কথায় কথায় পরস্পরে বিদ্বেষ ও করো কষাঘাত
ভাইয়ে ভাইয়ের সাথে বুকে বুক না মিলাইয়া
উঠাইতেছো একে অপরের গায়ে হাত 
বলে তাদের সংখ্যা লঘু, বানাইতেছো ঘুঘু
শিকার করো তাহাদেরকে যেনো যদু-মধু
টানিয়া হেছ্ড়াইয়া ঘরের বাহির করো গৃহবধু
নির্লজ্জ পাষন্ড তোমরা, পৈশাচিকতা দেখাও শুধু
ধর্মের নামে ঘৃনা ছড়াও; মহাবীরত্বের ঝান্ডা উড়াও
অগ্নিদগ্ধ করে ঘর-গৃহশ্তালি ও মানুষেরে
নিজের বীরত্ব বাড়াও, মানুষ নামের কলঙ্ক তোমরা
ভান করো যেনো নিজের ধর্ম বাঁচাও
ধর্মের সেই মহাশান্তির ছায়াতলে
মানুষকে কখনো মারা যায়না, সে দুর্বল বলে 
ধর্মের ধ্বনি শান্তির বাণী, নয় কোনো কোলাহলে
সে কথা বার বার মহামানবেরা গেছেন বলে
=====================
রচনা: জানুয়ারী ০৯ ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

Tuesday, January 7, 2014

"সম্পর্ক আজ মহাযাতাকলে পৃষ্ট"

"সম্পর্ক আজ মহাযাতাকলে পৃষ্ট"

--------------------মিজানুর ভূঁইয়া


জীবনে যখন সুখের এতোই আকাল
নিয়ে নাও; যখন যতটুকু মিলে ক্ষণ
কে জানে! তা আবার মিলবে কখন?
আজকাল বাজারে সুখ কেনাবেচা হয়
অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে।
অর্থে কেনা সুখ; তাতে হয়না পরিতৃপ্তি
তাই খুঁজে পাওয়া যায়না তার আসল ভিত্তি ।
মেকী ভালবাসায় আদো মিলেনা সুখ সত্যিই
আজীবনই তাই ; তাহা রয়ে যায় কৃত্তিম।
সুখ কেনাবেচার এই আধলে
আত্মার সম্পর্ক আজকাল যাচ্ছে বদলে।
আধুনিকতার ঢামাঢোলের এই মনোহরে 
সম্পর্ক ও দায়ীত্ববোধ,
দিন দিন সরে যাচ্ছে অনেক দূরে।
হারিয়ে গেছে সেই মহামিলনের ও স্বস্থির দিন
তাই আজ,
মানবিক সম্পর্কগুলো হয়ে যাচ্ছে ক্ষীন। 
চিত্তে খোদাই করা আনোতো সুখ
হৃদয়ীক সম্পর্কের এক তৃপ্তিভরা বুক। 
ভালবাসার অমৃত শুধায় সদা ভরপুর
হৃদয় মোহিনিতে ভরে খোশবুর।
===========================
রচনা: ০৭ জানুয়ারী ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

Sunday, January 5, 2014

"পাগলা গোড়ায় সওয়ার গণতন্ত্র"‏

"পাগলা গোড়ায় সওয়ার গণতন্ত্র"
 -------------------------মিজানুর ভূঁইয়া 
তোমরা ক্ষমতা লোভের ঐ পাগলা ঘোড়া দাবিয়ে
যাও নিরীহ জনতাকে পায়ের নিচে মাড়িয়ে
মানবতার সকল দিক ও সীমা-রেখা ছাড়িয়ে
আত্মভোগের নিশান উড়িয়ে, যাও এগিয়ে তুড়িয়ে
মানুষের সকল চাওয়া পাওয়াকে গুড়িয়ে
তোমরা খায়াও মানুষকে গণতন্ত্রের মন্ড
রাত ফুরালে সব হয়ে যায়, হায়! হায়! কান্ড 
গণতন্ত্রের নামে হামেশায়ই তোমরা আসল ভন্ড
সদাই করে থাকো এসব অদ্ভুত ভুতুরে কান্ড
ক্ষমতাই একমাত্র তোমাদের আসল মূলমন্ত্র, আর তাই 
একটুও করোনা দ্বীধা মানুষ কবর দিতে জ্যান্ত
এটাই যদি তোমাদের হয় আসল মনস্কাম্য
দয়া করে সরে দাড়াও,

এবার পথ দেখো অন্য
===========================================
রচনা: জানুয়ারী ০৫ ২০১৪  
ভার্জিনিয়া, ইউ এস এ