Monday, November 13, 2023

“জীবনচক্র”

 “জীবনচক্র” 

মিজানুর ভূইয়াঁ 


সকালটা কেটে গেছে খেলারছলে 

তেমন কিছু বুঝতেই পারিনি। 

দুপুরটা এখন বড় বিষন্ন, বিভ্রাট চারিদিকে 

প্রখর তপ্ত রোদে জ্বালাময়ী শরীর। 

জীবন ধীরে ধীরে হাটছে এখন 

বিকেলের আলোকবিহীন ছায়াঘেরা সেই পথে। 

তার পর এভাবেই পৌছে যাবে সন্ধ্যায় 

বিদঘুটে অন্ধকার চারিপাশে নিঃসহ জীবন। 

হয়তো পাশে কেউ কিংবা কিছুই থাকবেনা 

শুধুই সকাল সন্ধ্যে এবং রাত্রির বিদঘুটে জীবন। 

কোন এক সময় এমনি হারিয়ে যাবে 

শৈশব, কৈশোর যৌবন আর বার্ধক্যের 

সকল চাওয়া পাওয়া আর লেন দেনের হিসাব। 

একে একে সবাই ভুলে যাবে সকল স্মৃতি 

ধীরে ধীরে সব হারিয়ে যাবে এই বিস্তৃন্ন আকাশ সীমানায়। 

কোনো একদিন কেউ একেবারেই জানবেনা 

এই ধরণীতে সুনিদৃষ্ট মানবাকৃতির এই আমিও একসময় ছিলাম !


১২ই নভেম্বর ২০২৩

ভার্জিনিয়া, ইউ এস এ 

Thursday, October 26, 2023

“এসো আকাশ হয়ে যাও”

 “এসো আকাশ হয়ে যাও”

মিজানুর ভূইয়াঁ 


উড়লো বিমান 

ছাড়লো মাটি 

আকাশ পানে চললো ছুটে 

মেঘের বাঁধন টুটে ফুটে 

খানিক পরে সূর্য্য আলো উঠলো ফুটে। 

মেঘের ভেলায় ভেসে ভেসে 

মন কিছুটা উঠলো হেসে। 

আকাশ যেনো ছুঁই ছুঁই 

ডানা মেলে উড়ছি ঐ 

কেউ আমাকে খুঁজে আর পায় কৈ। 

আমার মাঝে আমি 

সুদূর গগনে হারিয়ে গেছি জানি। 

কলুষভরা পঙ্কিলতার জীবন থেকে 

যদি মুক্তি পেতে চাও। 

ধুলো বালির ভূবন ছেড়ে 

এবার নীল সাদা ঐ আকাশে উড়ে যাও !

আমায় যদি পেতে চাও 

হৃদয় ছুঁয়ে দাও । 

আমায় সত্যিই কি পেতে চাও 

এসো হাতে হাত মিলাও। 

আমায় ছুতে চাও 

হৃদয়টিকে উজাড় করে আকাশ হয়ে যাও। 


রোম এয়ারপোর্ট; ইতালি 

অক্টোবর ২৬, ২০২৩

Saturday, October 7, 2023

“কেউ কারো নয়"

কেউ কারো নয়"

মিজানুর ভূইয়াঁ

 

আমরা আগে যেভাবে ছিলাম

 সেভাবে আমরা আর নেই;

আমরা সবাই এখন আমি হয়েগেছি।

এক সময় আমরা সবাই ছিলাম

একে অপরের খুবই কাছাকাছি

এখন আমরা একা হয়েগেছি।

আমরা এখন আমি হয়ে গিয়ে

নিজের কথাই বেশী ভাবি

আমাদের মতো করে আর ভাবিনা।

কেউ যদি কোনো কথা বলে

তবে সেটা আমি শুনতে যাবো কেন?

আমিওতো অন্যের চেয়ে কম বুঝিনা।

আমরা এখন যার যার মতো করে

ঘর থেকে যেখানে খুশি চলে যাই

কারো কাছে কিছুই বলে যাইনা।

আবার যখন খুশি ঘরে ফিরে আসি

একেবারে সোজা নিজের কক্ষে চলে যাই

কেউ সামনে থাকলেও কিছুই ধারধারিনা।

খাওয়া দাওয়া বাহিরেই বেশী করি

ঘরে অন্য কেউ আছে সেটা মনেই আসেনা

ঘরেও একটু আধটুকু নিজের জন্যই করে নেই।

ডাইনিং টেবিল; সেতো ঘরের সাজগোছের বিষয়

এখন আমাদের কারোরই সেই শখ  সময় নেই

একসাথে বসে খাওয়া  গল্পসেটি বাইরেই সেরে আসি 

কাপড় কাচা আর শুকানোর ব্যাপার

বাহিরে লন্ড্রি আছে অথবা ঘরে লন্ড্রি মেশিন আছে

নিজের গুলো নিজেই আলাদাভাবে করে নেই।

আমার চাকুরী কিংবা ব্যাবসা সেতো আমার

আমি নিজে কষ্ট করি সেতো নিজের জন্য

সবাই যা যা করেআমিও তেমনই করি।

আমার টাকায় আমার বাড়ি

আমার টাকায় আমার গাড়ি

তবে সেটা অন্যের সাথে করবো কেনো ভাগাভাগি।

সময়ের ক্ষয়িষ্ণু আবেশে যন্ত্রবেষ্টিত জীবন

মনের ভেতরটুকু পুরুটাই কব্জা করে নিয়েছে

এখন আবেগ অনুভূতি যন্ত্রের ভাষায় কথা বলে।

সম্পর্ক কিংবা দায়িত্ববোধ

সেতো শুধু যেখানে প্রয়োজন কাগজে লিখার জন্য

সেই বোধ আর চেতনা আগের মতো নেই; এখন নির্বাসনে।

কালের আবর্তে সবাই এখন ব্যাস্তকেউ কারো নয়

এক বিশাল স্বপ্নরাজ্যের যান্ত্রিক মানুষ

শত ব্যাস্ততায় কাটছে জীবন শুধু যার যার তার তার।

 

ভার্জিনিয়াইউ এস   

৭ই অক্টোবর২০২৩


Monday, September 18, 2023

শিকড় ছেড়ে জীবন বিকল

 “শিকড় ছেড়ে জীবন বিকল”

মিজানুর ভূইয়াঁ
গতিশীল এই পৃথিবীর গতির সাথে তাল মিলাতে গিয়ে
আমার সবাই আজকাল ক্রমশই পরস্পর থেকে বিচ্ছিন্য হয়ে যাচ্ছি।
নক্ষত্রের মতো ছুটাছুটি করতে গিয়ে সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে পড়ছি
কোথায় জন্ম, কোথায় বেড়ে উঠা; সব কিছু নিজের অজান্তেই হারিয়ে ফেলছি l
নিজের লোভ ও বেশি উপভোগের মত্তলোভে কোথায় হারিয়ে যাচ্ছি
আর দিন শেষে হঠাৎ হিসাব করতে এসে যেনো আর মিলাতে পারছিনা।
প্রতিনিয়তই আমরা ছেড়ে যাচ্ছি আপন শিকড় ও মানুষগুলোকে
আবার তেমনি একইভাবে আমাদিগকেও ছেড়ে যাচ্ছে সন্তান ও অন্যান্য আপনজন।
এভাবেই আমরা একে অপর থেকে দূরে সরে যাচ্ছি অনেক বেশি পাওয়ার প্রত্যাশায়
এই বেশি পাওয়ার ইচ্ছাটাই অবশেষে সবাইকে করে দিচ্ছে কপর্দকশূন্য।
দিন শেষে যখন চারিদিকে অন্ধকার নেমে আসে ঘিরে চারিপাশে
এপাশ ওপাশ শূন্যতায় ভরা কেউ নেই পাশে; জীবন কারাগারে একাকী বিচ্ছিন্ন।
আবেগের তাড়ি পান করে এই আমরা মাতাল হয়ে প্রতিনিয়ত যা করছি
যখন স্বাভাবিক ভাবনায় এসে পৌছি; আসলেই কি সব হিসেবে মিলাতে পারছি ??
জীবনের সকল বেশি বেশি চাওয়া পাওয়ার হিসেবে তখন হয়ে পড়ে নগন্য
চারিদিকে সব কিছু স্থিমিত হয়ে আসে; শুধু অপেক্ষা অন্যপাড়ে যাওয়ার জন্য।
একটি ঘুড়িও যেমন খেয়ালের পুতুল হিসাবে সুদূর আকাশে উড়িয়ে দেয়া হয়
আবার এক সময় ঠিকই ভূমিতে নেমে এসে পড়ে; কারণ সেটাই তার ঠিকানা।
একটি দেশকে অজস্র জীবন ও রক্ত দিয়ে স্বাধীন করার পিছনে একই কারণ
তার নিজের ভূমির স্বকীয়তা, আত্নমর্যাত, নিরাপত্তা শান্তি ও স্তিতি নিশ্চিত করার জন্য।
অবশেষে মানুষ সেই মূল্যবোধটুকুও হারিয়ে ছুটে চলছে আবেগের স্বর্গরাজ্যের পথে
কুড়িয়ে নিতে নিজের বিত্ত-বৈভব, ভোগ বিলাস, সুখ আর ক্ষনিকের আনন্দ।
এই বেশি পেতে গিয়েই বদলে যাচ্ছি আমরা, আমাদের ভাষা, সৌজন্যতাবোধ
বদলে যাচ্ছে সম্পর্ক, আদান-প্রদান, দায়-দায়িত্ববোধ, পারস্পরিক ভালোবাসা ও মমত্ববোধ।
এভাবেই প্রতিনিয়ত মানুষ হারিয়ে যাচ্ছে অতি আবেগের অজানা ঠিকানায়
বেলা শেষে এসে একরাশ দীর্ঘশ্বাস; জীবন তখন বুঝে শিকড় ছেড়ে জীবন এখন বিকল।
ভার্জিনিয়া, ইউ এস এ
সেপ্টেম্বর ১৭; ৩০২৩
May be art of ocean and water
All reactions:
Md Masud, Mohammed Zakir Hossain and 4 others

Thursday, August 10, 2023

হৃদয় বসন্তবনে

 হৃদয় বসন্তবনে 

ছিলেম তোমার সনে l

কতো সুধা লেগেছে প্রাণে 

ভালবাসার ফুল কাননে l

তুমি ছিলে এই মনে 

অতি সঙ্গোপনে 

ছুয়ে দিলে এই মন 

ভালো লাগার কেটেছে কিছুক্ষণ l

উদাস ভালবাসার 

এই উড়ু উড়ু মন 

চলে যায়, না বলে 

ফেলে আসা সেই মধুর ভূবন l

Monday, July 10, 2023

“ফুল ফুটানোর গল্প”

 “ফুল ফুটানোর গল্প”

মিজানুর ভূইয়াঁ 


হে সোহেলী 

তুই আমাকে দিতিস যদি ভালোবাসা উজাড় করে 

আমার এই হৃদয়ের সাগর জলে ভাসতাম তোকে নিয়ে। 

হৃদয় আমার উজান জলে ভরা কানায় কানায় 

খুজিসনি তুই তার ঠিকানা উজাড় করা ভালোবাসার মায়ায়। 

গহীন জলে যদিও আমি নামি, তুই থাকিস তীরে 

ফুল ফুটানোর জীবনটাকে কাটিয়ে দিলি হেলাফেলা করে। 

মায়ায় ভরা এই মনটা আমার উদাস পাগলপারা 

বুঝিসনি তুই কখনোই চলছিলোনা জীবন তোকে ছাড়া। 

একটি জীবন একটি পণ শুধু একটিই ভালোবাসা 

তোকে নিয়ে বুকের ভেতর বেঁধেছি বাসা কতো স্বপ্ন আশায়। 

আকাশ আলোয় স্বপ্ন ঘেরা মনটাও ছিল তাই 

স্বপন ঘোরে এদিক সেদিক তোকে কবুও খুঁজে নাহি পাই। 

কবির মতো কাব্য মনে জপি কতো ছন্দ 

বুঝলিনা তুই তা কখনো, উড়িয়ে দিলি করে তামসা মন্দ। 

দুই ভূবনের আলো দিয়ে জীবন মোদের করবো আলোকিত 

সেই আশাতে বসে থাকি; তুই সদাই থাকিস বিচলিত। 

ভালোবাসার পূর্ণিমায় মনটা আমার ছিল ভরা 

বুঝিসনি তুই তা কখনো আনলি শুধুই দূসর তাপদগ্ধ খরা। 

হেলায় ফেলায় যদি কাটাস জীবন অমনি তাহা রবে 

সময় যখন হারিয়ে যাবে কুল পাবেন সারা জীবন কেঁদে। 

ছোট্ট এই জীবনখানা সময় বড়ই অল্প 

পারিস যদি সময় করে বাকি জীবন কাটিয়ে দেই করে মধুর গল্প। 

ভালোবাসার আলোয় ভেসে যাকনা জীবন হেসে 

দুঃখটুকু পিছন ঠেলে জীবন তরী যাকনা এবার সুখের তরে ভেসে। 


১০ই জুলাই, ২০২৩

Sunday, July 9, 2023

“ছদ্ধবেশী সর্বনাশী”

 “ছদ্ধবেশী সর্বনাশী”

মিজানুর ভূইয়াঁ 


আপাদমস্তহীন মানুষ অনেক আছে চারিপাশে 

বিবেকের বুতাম থাকে একেবারেই বন্ধ।  

নিজের ষোলো আনা বুঝটুকু ঠিকই বুঝে নেয় 

অপরের বেলায় থাকে একেবারে অন্ধ। 

এমনই মানুষ আজকাল মিলে ঘরে আর বাহিরে 

নিজেরটুকু পেয়েই সেখানে আর নাহি'রে। 

এমনই সাদা কালোর আবছায়ায় ডুবে থাকে এরা 

বুঝে নিতে নিজের শত ভাগ একেবারে তেড়া। 

মানুষের নামে ছদ্ববেশী এরা বাহির থেকে যায়না তাহা বুঝা 

নিজ দায়দায়িত্বের ব্যাপারে দেয় যুক্তি খোঁড়া। 

এক সাথে খাবে দাবে, এক সাথে চলা ফেরা কিংবা শোয়া 

ক্ষনিকেই চোখ উল্টিয়ে অন্যদিকে চোখ ফেরা। 

দিনরাত বাহানায় কাটে, সব কিছুতেই পেতে বসে অজুহাত 

নিজের বেলায় এলেই অসী ছুড়ে করে কুপকাত। 

সারাক্ষন মনে আটে শুধু হরেক রকম নিজ স্বার্থের সন্ধি 

নিজ স্বার্থ উদ্ধার হলেই, ভাগো এবার জলদি। 

বাহিরে আটসেটে ভিতরে বিদঘুটে, ধরা ছোঁয়া দায় 

এমন মানুষ যতই কাছে থাকুক বুঝা বড় দায়। 

এমন মানুষই আজকাল ঘরে বাইরে মিলে হামেশা 

সুন্দর জীবন বিপন্ন সেথায়; থাকেনা কোনো ভাল কিছুর আশা। 


ভার্জিনিয়া, ইউ এস এ

Saturday, May 27, 2023

সাগরের বুকে

 সাগরের বুকে অথৈ জল করে টলমল 

তবুও তার তৃষ্ণা মিঠেনা। 

চায় আরো নিতে বুকে তার 

যতো জল আছে নদী নালা খাল এই ধরনীতে।  

সাগরের বিশাল বুকে বসে ভালবাসার মেলা 

ফুরায়না তা কখনো আছে তার ঢেলা।  

তাইতো সাগরের জলেরা 

নিত্যদিন থাকে হাসি খুঁশি করে কতো খেলা। 

“পথবাসী পথকলি"

 “পথবাসী পথকলি"

মিজানুর ভূইয়াঁ 

 

ক্ষুদার্ত জীবন যখন ক্লান্ত অবসন্ন 

একটু ছায়াতলে হাফছেড়ে বিশ্রাম খোঁজে l

সেই প্রত্যাশাটুকু বিফলে যখন 

তখন রোদে বৃষ্টিতে ভিজেই এই অসহায় জীবন

রাস্তার পাশে পড়ে থাকে কর্দমাক্ত দেহ

এলোমেলো ধূসর চুল উড়ে একটু মৃদু হাওয়ায় 

দেহখানা একটু আধটুকু নড়ে চড়ে;

এখনো কিছুটা শ্বাস আছে বলেই  বুক উঁচু নিচু করে l

ফুটপাতে পড়ে থাকা দেহ 

পাশে হুড়হুড়িয়ে হেটে চলে সকাল সন্ধ্যে 

কর্মব্যস্ত মানুষের বিরামহীন স্র্রোত l

কেউ হয়তো একটু আধটুকু ফিরে তাকায় 

বেশিরভাগ মানুষের সেই সময়টুকু নেই l

রাস্তায় কর্দমাক্ত দেহ, রোদ বৃষ্টিতে পড়ে থাকা   

এদের নাম পরিচয় নাকি মানুষ!!

আর যারা প্রতিদিন পাশে হেটে যায় 

কিংবা গাড়ি চড়ে ছুটে চলে 

থাকে শীতাতপ নিয়ন্ত্রিত অট্রালিকায় 

এদের নামও নাকি মানুষ!!

হৃদয়ের বীনা বাজেনা যখন কিছু মানুষের 

পথে ঘাটে পড়ে থাকা মানুষের জন্য 

মুখে একমুঠো অন্ন তুলে দিতে

(তাই আজ মানুষ নামের কিছু মানুষ জেগে উঠেছে দীপ্ত শ্বপতে )

তাই "হৃদয়বীণা" জেগেছে আজ সেই স্বপথে

পথবাসী পথকলি যেন আর না থাকে কখনোই উপবাসেll      

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

২৭শে মে ২০১৮

ভার্জিনিয়া ইউ এস এ

“মান-হুশ বিলুপ্ত প্রায়”

 রোবট মানুষ:-২১ 

“মান-হুশ বিলুপ্ত প্রায়”

আজকাল যতো বড় বাড়ী 

যতো বেশী গাড়ী,

নিজ নিজ কক্ষে জীবন স্বেচ্ছাচারী। 

সবাই একই ঘরে উপার্জনকারী 

মানুষ ততই হচ্ছে অহংকারী। 

তাই একই ঘরে থেকেও 

থাকছে একে অপরকে করে আড়াআড়ি। 

জীবন এখন নিয়মে চলেনা 

শুধুই নিজ নিজ খেয়াল তাড়িত। 

কে রাখে কার খবর 

যদিও থাকে একই বসত বাড়িতে। 

যান্ত্রিক জীবনের পাগলা ঘোড়ায় 

চলছে জীবন যন্ত্রচালিত। 

সবাই হয়েগেছে যার যার তার তার 

সম্পর্ক এখন লোক দেখানোই চলিত। 

প্রকৃতির নিয়ম, প্রকৃত জীবন 

আজও বিদ্যমান জীব জন্তু পশু পাখির জীবনে।  

মানুষই শুধু অন্ধ হয়ে 

হার মেনেগেছে যান্ত্রিক জীবনের আগ্রাসনে। 

মানুষ এক সময় মান-হুশ ছিল 

ছিল তার দয়া মায়া প্রেম-প্রীতি ভরা বিশাল মন। 

সব কিছু হারিয়ে মানুষ এখন নিয়েছে

রক্ত মাংস হৃদপিন্ড বিহীন কঙ্কালসার যন্ত্ৰীয় জীবন। 


ভার্জিনিয়া, ইউ এস এ 

এপ্রিল ১৫, ২০২৩

Monday, March 6, 2023

"বয়সে কি আসে যায়"

"বয়সে কি আসে যায়" 

মিজানুর ভূঁইয়া 


বয়স অর্ধ্বশত হয়েছে বটে 

হউকনা শত বছর পূর্ণ।  

দ্বিগ্বিজয়ে স্বকণ্ঠে তবুও উচ্চারিব 

জীবন মধুময় ও অনন্য। 

যে জীবন দিয়েছে বিধাতা 

আর পিতা মাতা। 

লালন করেছে অনেক যত্নে 

দিয়ে স্নেহ মমতা। 

আজ এই শুভজন্মলগ্নে 

কেমনে ভুলিবো তাদের কথা। 

জন্মেছি পৃথিবীতে পিতা মাতার 

আখাংকার কোন এক শুভক্ষণে। 

তাইতো এসেছি এই মধুময় ভুবনে 

সুন্দর ভূস্বর্গের আমন্ত্রণে। 

পিতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা 

আনন্দে ভরা স্বর্গীয় কানন। 

জীবনের সকল শান্তির পরিপূর্ণতায় 

স্বার্থক হয়ে উঠে তখন জীবন। 

জীবনের আয়ু যতোই হউকনা ছোট 

মনের বাগানে ফুল ফুটাবো শত। 

বয়সের ভারে যদিও নুইয়ে যায় দেহখানা 

মনের জোরে আনন্দ ফুল ফুটুক। 

এভাবেই বার বার বছর ঘুরে জন্মদিন 

আনন্দ বার্তা নিয়ে আসুক।। 

*****************************

০৬ মার্চ ২০১৭ 

ভার্জিনিয়া ইউ এস এ

Wednesday, March 1, 2023

“প্রেম ও প্রার্থনা গান”

 “প্রেম ও প্রার্থনা গান”


ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে ll

তোমার আশীর্বাদ ঢালো মোর জীবনে l

দুঃখের যতো চিহ্ন সারা মন জুড়ে 

মুছে যাক সব তোমার করতলে ll

ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে। 

দুঃখ ভুলানো মায়াময় যতো ছন্দ আছে 

বলে যাও নিরবধি বসে মোর পাশে ll

গলে বয়ে মিলে যাক সব অদৃশ্য ধারায়। 

ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে। 

তোমার হাসির পুষ্পরেণু ছড়িয়ে দাও এই দেহে 

বেদনার ক্লান্ত অবসাদ ভরে উঠুক ফুল চন্দন হয়ে ll

আজ এই ক্ষনে জীবন হেসে উঠুক নতুন আনন্দ লয়ে l

ওগো পরশমনি 

পরশ করো আজ মোর কপোলে ll


রচনা: মিজানুর ভূইয়াঁ 

১লা মার্চ ২০২৩ 

ভার্জিনিয়া, ইউ এস এ