Saturday, May 27, 2023

“মান-হুশ বিলুপ্ত প্রায়”

 রোবট মানুষ:-২১ 

“মান-হুশ বিলুপ্ত প্রায়”

আজকাল যতো বড় বাড়ী 

যতো বেশী গাড়ী,

নিজ নিজ কক্ষে জীবন স্বেচ্ছাচারী। 

সবাই একই ঘরে উপার্জনকারী 

মানুষ ততই হচ্ছে অহংকারী। 

তাই একই ঘরে থেকেও 

থাকছে একে অপরকে করে আড়াআড়ি। 

জীবন এখন নিয়মে চলেনা 

শুধুই নিজ নিজ খেয়াল তাড়িত। 

কে রাখে কার খবর 

যদিও থাকে একই বসত বাড়িতে। 

যান্ত্রিক জীবনের পাগলা ঘোড়ায় 

চলছে জীবন যন্ত্রচালিত। 

সবাই হয়েগেছে যার যার তার তার 

সম্পর্ক এখন লোক দেখানোই চলিত। 

প্রকৃতির নিয়ম, প্রকৃত জীবন 

আজও বিদ্যমান জীব জন্তু পশু পাখির জীবনে।  

মানুষই শুধু অন্ধ হয়ে 

হার মেনেগেছে যান্ত্রিক জীবনের আগ্রাসনে। 

মানুষ এক সময় মান-হুশ ছিল 

ছিল তার দয়া মায়া প্রেম-প্রীতি ভরা বিশাল মন। 

সব কিছু হারিয়ে মানুষ এখন নিয়েছে

রক্ত মাংস হৃদপিন্ড বিহীন কঙ্কালসার যন্ত্ৰীয় জীবন। 


ভার্জিনিয়া, ইউ এস এ 

এপ্রিল ১৫, ২০২৩

No comments:

Post a Comment