Saturday, May 27, 2023

“পথবাসী পথকলি"

 “পথবাসী পথকলি"

মিজানুর ভূইয়াঁ 

 

ক্ষুদার্ত জীবন যখন ক্লান্ত অবসন্ন 

একটু ছায়াতলে হাফছেড়ে বিশ্রাম খোঁজে l

সেই প্রত্যাশাটুকু বিফলে যখন 

তখন রোদে বৃষ্টিতে ভিজেই এই অসহায় জীবন

রাস্তার পাশে পড়ে থাকে কর্দমাক্ত দেহ

এলোমেলো ধূসর চুল উড়ে একটু মৃদু হাওয়ায় 

দেহখানা একটু আধটুকু নড়ে চড়ে;

এখনো কিছুটা শ্বাস আছে বলেই  বুক উঁচু নিচু করে l

ফুটপাতে পড়ে থাকা দেহ 

পাশে হুড়হুড়িয়ে হেটে চলে সকাল সন্ধ্যে 

কর্মব্যস্ত মানুষের বিরামহীন স্র্রোত l

কেউ হয়তো একটু আধটুকু ফিরে তাকায় 

বেশিরভাগ মানুষের সেই সময়টুকু নেই l

রাস্তায় কর্দমাক্ত দেহ, রোদ বৃষ্টিতে পড়ে থাকা   

এদের নাম পরিচয় নাকি মানুষ!!

আর যারা প্রতিদিন পাশে হেটে যায় 

কিংবা গাড়ি চড়ে ছুটে চলে 

থাকে শীতাতপ নিয়ন্ত্রিত অট্রালিকায় 

এদের নামও নাকি মানুষ!!

হৃদয়ের বীনা বাজেনা যখন কিছু মানুষের 

পথে ঘাটে পড়ে থাকা মানুষের জন্য 

মুখে একমুঠো অন্ন তুলে দিতে

(তাই আজ মানুষ নামের কিছু মানুষ জেগে উঠেছে দীপ্ত শ্বপতে )

তাই "হৃদয়বীণা" জেগেছে আজ সেই স্বপথে

পথবাসী পথকলি যেন আর না থাকে কখনোই উপবাসেll      

♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡

২৭শে মে ২০১৮

ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment