Friday, June 21, 2019

"নির্মল জীবনের নির্মল প্রাপ্তি"

"নির্মল জীবনের নির্মল প্রাপ্তি"
  মিজানুর ভূইয়াঁ

কৃতজ্ঞতা,বিশ্বাস আর নম্ররতা
করিতে পারে পৃথিবী বস।
তাতেই বাড়ে জীবনের মূল্যবোধ
বাড়ে খ্যাতি আর যশ।
প্রত্যাখ্যান আর অকৃতজ্ঞতায়
উগ্র হীনমন্যতার প্রকাশ।
নির্মূল করে সকল সম্ভবনা
সম্পর্ক আর শান্তি করে বিনাশ।
শ্রদ্ধা ভক্তিতে সস্পর্ক দীর্ঘায়ু
মিলে সকল প্রশান্তি আর প্রত্যাশা প্রাপ্তি।
অভক্তি আর অশ্রদ্ধায়
ক্ষয়ে যায় সকল মূল্যবোধ নেই তাতে মুক্তি।
ভক্তিতে জীবনে শান্তি আসে
বিশ্বাসে মিলে মহা মুক্তি।
সুশীল কর্মে সুশীতল জীবন
সুন্দর জীবনের ইহাই একমাত্র প্রাণশক্তি।
জটিল মনস্কতায় সংকটময়
শান্তি বিনাশে, বাড়ায় জীবনে শুধুই ভয়।
সৃজনশীল জীবন উদ্ভাবনাময়
সুখ সমৃদ্ধি সুন্দর পরিপাটি করে সুখময়।
নির্মল জীবনের প্রতিশ্রুতি
দূর হয় পঙ্কিলতা সতেজ স্বচ্ছ জীবন।
খুলে দেয় মুক্তির দ্বার
শান্তির দূত চারি পাশে করে বিচরণ।
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
২২ জুন ২০১৯ ভার্জিনিয়া,ইউ এস এ   

No comments:

Post a Comment