Friday, July 5, 2019

 ☆☆☆ত্রিরত্ন☆☆☆

সময়ের অগ্রদূত, সর্বজন শ্রদ্ধেয়, বিজ্ঞ ও গুণীজন ওয়াশিংটনে বাংলার ত্রিরত্ন ও সাদা মনের মানুষ জনাব ওয়াহেদ হোসাইনী ( Rtd. World Bank), ডঃ সুলতান আহমেদ ( Rtd. World Bank) এবং কাফি খানের (Rtd.voice of America) প্রতি যথাযত সন্মান প্রদর্শনে এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আমার এই ক্ষুদ্র নিবেদন ll


        ☆☆☆ত্রিরত্ন☆☆☆
             মিজানুর ভূইয়াঁ

ত্রিরত্ন বাংলার থাকুক অতি যতনে
হৃদয়ের মনিকোঠায় সবার।
মুখের এই হাসি থাকুক চির অমলিন
হয়ে আনন্দ অনিবার।
জন্মেছে সেই কোনো এক শুভক্ষণে
ধরণী তাই ধন্য সেকারণে।
প্রদীপ আলোয় চারিদিক ভরেছে আলোকবন্যায়
জীবন হয়ে থাকুক স্বরণে ও বরণে l
প্রবাসে বাংলার এই তিন অগ্রদূত শান্তির মশাল হাতে উজ্জ্বল করেছে বাংলার মুখ।
বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যে দুনিয়া জুড়ে
পেয়েছে সন্মান; তাই আজ এতো সুখ।
আত্নত্যাগের মহিমায় যারা নিবেদিত প্রাণ
ফুটিয়েছে হাসি অনাথের মুখে।
নিজের সময় আর শ্রম দিয়ে
চেষ্টা শুধু কিছু একটা করা,অপরের সুখে।
সময়ের অগ্রদূত ক্লান্তিবিহীন এগিয়েছে পথ
কঠিন শ্বপতের ঝান্ডা হাতে।
সময় এখন এগিয়ে আসার, নতুন কান্ডারি
বাকি পথ দিতে পাড়ি হেটে একসাথে।
হাজার বছর বেঁচে থাকুক
শান্তির প্রতীক ত্রিরত্ন; মুখে নিয়ে অমলিন হাসি।
সুখ আর আনন্দে ভরে উঠুক জীবন
চারিপাশে ফুল ফুটুক রাশিরাশি। ♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
৫ই জুলাই ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ   

No comments:

Post a Comment