Saturday, June 15, 2019

এক জোড়া পাখি এইতো সেই হাটি হাটি পা পা একযুগল ময়না হয়েগেছে মস্ত বড় নওজোয়ান ঘরে আর পা রায়না সময়ের ভাঁজে শরীরী কারুকার্য গড়ে তোলে উঠে সবল দীর্ঘ দেহ এভাবেই বেড়ে উঠেছে একজোড়া পাখি আজও সেই মায়ার বাঁধনে ধরে রাখি যতই কাছে টানি কাছে আর রওয়না সবল দুটি পা এখানে সেখান ছুটে যায় ধরে কতো রকম বায়না মন চায় ধরে রাখি শিকল পায়ে তবুও পাখি উড়ে যায় আকাশ ছুঁয়ে আজও যখন চোখে পড়ে ছোট্ট বেলার মায়াভরা মধুর হাসি এক রাশ খুশিতে ভরে উঠে প্রাণ মন দুনয়নে আনন্দ অশ্রুতে ভাসি তবুও অনেক সুখী পাখি জোড়া আছে আসল মানুষ হয়ে বড় হবে আছি সেই আশে সুখে দুঃখে দাঁড়াবে মানুষের পাশে ২১ এপ্রিল ২০১৯ ভার্জিনিয়া ইউ এস এ             

No comments:

Post a Comment