Monday, June 10, 2019

"প্রাণের শহর"

সেই দিনগুলো:
 "প্রাণের শহর"


 মিজানুর ভূঁইয়া আজ থেকে বাইশটি বছর
ছিলাম যখন টগবগে কিশোর।
ইচ্ছার বিপরীতে প্রবাস জীবন
সময়ের ভাঁজে এসে হলো পোড়ামন।
অলি গলি চষে বেড়ানোর যদিও ছিলনাকো অভ্যাস;
তবু চারিদিকে শুনেছি কানাঘুষা ফিসফাস।
রাস্তায় হেটে চলেছি বীরদর্পে
ফুটেছিলো হরেক রকম ফুল চারিপাশে।
ফুলের বাহার আর তারই সৌরভে
জীবন ছিল পরিপূর্ণ আনন্দ গৌরবে।
হাসি খুশি আনন্দে রঙ্গীন স্বপ্নের জীবন
রাজা মহারাজার মতো ছিল মোর ভূবন।
পরিপাটি বেশভূষা দেহ মন সতেজ
আজও রয়েছে কিছুটা পুরোনো সেই রেশ।
যৌবন জৌলুশ, পরিপাটি পরিচ্ছন্ন মন
কেটেছে দিনগুলো আজও কিছুটা রয়েছে তেমন।
বাতাসে উড়েছে বাবড়ি চুল
পরিপাটি বেশভূসা ছিল মন আনন্দে মশগুল।
ইচ্ছে ছিলোনা মোটেই, নারী মন করা আকর্ষণ
সবই ছিল আপন দেহ মন পরিপাটি; নিজ দর্শন।
হিসেবের খাতায় আজ অতিক্রান্ত বাইশ বছর
পিছনে ফেলে আসা সেই প্রাণের শহর।
আকাশে বাতাসে আজও খুঁজি সেই স্বপ্ন
পাইনা সেই আবেশমাখা পরিতৃপ্তি;
পাই শুধু; ক্ষত বিক্ষত একটি হৃদয় ভগ্ন।
নির্মল বাতাস আর মাটি সোধাগন্ধ
যাহা কিছু পাই আজ সবই যেন দ্বন্ধ l
যে রঙ্গীন স্বপ্নে ছেড়ে আসি মাতৃভূমি
সব কিছুই বিলীন একদিন;
নিজে নিজেকে কবু আর নাহি চিনি।
তবুও অবশেষে প্রবাস হয়ে যায় আপন ভুবন
বিসর্জন দিয়ে সব; নিয়ে মনে অন্য পণ।
আজ থেকে বাইশটি বছর
আজও মন খোঁজে তোমায়; হে প্রাণের শহর। ************************************* ভার্জিনিয়া ইউ এস এ
১০ মে ২০১৯           

No comments:

Post a Comment