Wednesday, May 22, 2019

"আজি এই ঝড়ের রাতি"

"আজি এই ঝড়ের রাতি"
 মিজানুর ভূইয়াঁ

 কে তুমি জ্বালালে বাতি
 প্রবল এই ঝড়ের রাতি।
আকাশকে যখন ভাগছে প্রবল বর্ষণে
আলোক বিহীন ঘরে। 
মন বিহঙ্গনী জেগে আছো
প্রাণজুড়ে ভালোবাসার অতল অন্দরে।
আকাশ কালো মেঘে ঢাকা
এই রাত শুধুই দুজনে জেগে থাকা,
গানে গানে প্রাণের সুধা 
জানি রজনী আজ যাবেনা বৃথা।
বাহিরে মৃদু মন্দ বইছে হাওয়া
 জেগে জেগে মুখপানে চাওয়া।
 ঝিরি ঝিরি বৃষ্টির পড়া ,
প্রাণের ভেতর মধু সিঞ্চিত ঝর্ণাধারা।
আলিঙ্গনে মধুময় পরশ দেয়া
ডুবে যায় অতল সাগরে খেয়া।
আজি এই ঝড়ের রাতি
দুজনে শুধুই দুজনার প্রাণের সাথী। ।

ভার্জিনিয়া ইউ এস এ
 ২২ মে ২০১৯     

No comments:

Post a Comment