Wednesday, September 27, 2017

"মায়ের জাগায় বোন" 

"মায়ের জাগায় বোন"
মিজানুর ভূঁইয়া

বলবো কাকে আর মনের কথা
বোন হয়েও যে ছিল মাতা l
মাঝে মাঝে হতো সুখ দুঃখের কথা
ভুলিয়ে দিতো মনের সকল ব্যথা l
মায়ের মতোই করতো আদর
রাখতো মোদের নিজের বুকের ভিতর l
মা যখন চলে গেলেন মোদের ছেড়ে
সেই স্থানটি বড় বোন দিলেন পূরণ করে l
এখন আর তেমন কেইবা আছে
এমন আপন করে ডাকবে কাছে l
মাঝে মাঝে দুঃখ বেদনায় জীবন যখন কাতর
হাফিয়ে উঠি দগ্ধ প্রাণে কে বুঝবে তার কদর l
মা যখন হঠাৎ চলে গেলেন
দেশে যাওয়ার ইচ্ছাটুকু একেবারেই চাপিয়ে গেলাম l
বোনটি তখন হয়ে উঠলো একমাত্র ভরসা
মনের ভিতর খুঁজে পেলাম একটুখানি আশা l
মাঝে মাঝে দেশে যেতাম
এয়ারপোর্টেই তার সঙ্গ পেতাম l
অধীর অপেক্ষায় বসে থাকতো, ভাইয়ের আগমনে
এক নজরে দেখেই; এসে জড়িয়ে ধরতো খুশি মনে l
অনেক যত্নে নিতেন তুলে ঢাকায় নিজ আবাসনে
সারাক্ষণই আশপাশে ঘুরতেন খুশি মনে l
কোথায় নিবে, কি খাওয়াবে; সারাক্ষণই অস্থির
কাজেরলোকদের লাগিয়ে রাখতো করতে যত্ন খাতির l
বোনটিও যখন চলে গেলো অচিন পরপারে
দেশে যাওয়ার ইচ্ছেটুকু দিলেম ইতি করে l
মনের মাঝে হাজার কষ্ট শুধুই ঘুমড়ে মরে
বোনবিহীন জীবন এখন হতাশার সাগরে l
মা যখন থাকেনা জীবনে, বোনই তখন আপন
এমনতর আপন মানুষ মিলেনা আর ত্রিভুবন l
মায়ের জাগায় বোন কে আছে এমন
দুঃখ কষ্ট ভুলিয়ে দিয়ে হয় এতো আপন ll
***************************************
২৭ সেপ্টেম্বর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

Thursday, September 14, 2017

আগামী

"আগামী"
মিজানুর ভূঁইয়া

এক ঝাঁক তরুণ তরুণী বাংলাদেশ বুঝে যারা
হৃদয়ে লালিত স্বপ্ন, স্বদেশ মগ্নতায় নিবেদিতপ্রাণ l
নিজ দেশীয় সংস্কৃতি আর বাঙ্গালীয়ানায় ব্রত
মানুষের দুঃখ কষ্ট গুচাতে যারা করেছে পণ শত শত l
আপন রক্তে বইছে উচ্ছলতা চোখে নিয়ে অনেক স্বপ্ন
এই দূর প্রবাসেও এগিয়ে যাচ্ছে প্রচন্ড উদ্যমে,
স্বপ্ন শুধুই পথকলিদের শিক্ষার আলোয়
জীবনের সকল আঁধারকে করে দেওয়া দূর l
একরাশ দৃঢ় বিশ্বাস বুকে নিয়ে অদম্য আশা;
তাতেই স্বাধীনতার সকল স্বপ্ন হয়ে উঠবে সুমধুর l
বিপত্তি আজ সেখানেই; এই প্রাণখোলা আহ্বান
পৌছেনা কবু অগ্রজদের কর্ণকূহরে l
জাগেনা মনে এতোটুকু মায়া কিংবা কোনো দায়বোধ  শুধুই শস্তা আবেগের পিছনে ছুটছি সবাই l
স্বাধীনতার সকল ত্যাগ আর আশা
এক সাগর রক্ত, তবুও কেন আজও পথকলি
এখানে সেখানে স্কুলবিমুখ শিশু; ক্ষুদার অন্ন জোগাতে আজও শ্রমবাজারের খদ্দের l
আমরা কতিপয় আয়েশের সমোজদারীতে
বিবেকের সকল তালাবন্ধ l
নতুন প্রজন্ম আজ জেগে উঠেছে নতুন সূর্য উঠাতে
আমরা তখনও দিব্যি বসে আয়েশি চিন্তায় অন্ধ ll

২২ জুলাই ২০১৭
ভির্জিনিয়া ইউ এস এ

Wednesday, September 6, 2017

**আমি নয়; এসো আমরা হই**


**আমি নয়; এসো আমরা হই**
মিজানুর ভূঁইয়া 


সুন্দর তব অন্তরখানি 
রাখো যতনে 
মানব সেবার মননে l
মানুষ যখন অসহায় 
মাগে সহমর্মীতা তোমার 
তখনও কেন তুমি দূরে l

জাগেনা কেন মমতা মনে 
তোমার মতো তাহারও জীবন 
সম সৃষ্টি রহস্যে গাঁথা l 
জন্ম মৃত্যু সবারই 
একই সূত্রে বাঁধা l

ইহজগতে তুমি রাখো যাকে 
পশ্চাৎ ফেলে 
সমাজ বিভাজন প্রাচীর গড়ে তুলে l
মানুষে মানুষে ব্যবধান করে 
পরকালে সে প্রাচীর 
কেমনে নিবে তুমি সঙ্গে করে l 

মানুষ হয়ে মানুষের 
দুঃখ কষ্টের হয়ে যাও আজ সাথী 
শান্তির অনন্ত ধারা 
বহিবে তোমার হৃদয় জুড়ে l
ইহকাল আর পরকালে 
দেখিবে শুধুই আলোক জ্যোতি 

আমার আর আমিতে অহমিকাবোধ 
মাঝখানে আনে ব্যবধান l
আমরা আর আমাদের 
যেখানে একসাথে মিলেমিশে
সবাই সমান l 
****************************
০৬ সেপ্টেম্বর ২০১৭ 
ভার্জিনিয়া ইউ এস এ 


Saturday, September 2, 2017

জটিল গান-২ 

জটিল গান-২

অসুস্থতাকে ধরে রেখে
সুস্থতার ভান করে
শুধুই কুইনান খেয়ে খেয়ে জীবন সারা ll
জীবনের মানে কি
শুধুই দুরন্তপনার কাছে আপোষ করা
বেপরোয়া খেয়ালীর পিছন ছুটা l

এভাবেই কি অগ্নিতপ্ততায় নিজেকে পুড়ে ফেলা
ছায়ার পিছন ছুটে
দৌড়ে দৌড়ে নিজেকে ক্লান্ত করা ll
রাত কেটে দিন হয়
দিন গিয়ে হয় রাত
মনের সাথে মনের দূরত্ব
যেন মাঝখানে শুভঙ্করের ফাঁকি l

এভাবেই যদি জীবন কাটে
ঘুর্ণিপাকেই শুধু ঘুরতে থাকে
জীবন আর কখন খুঁজে পাবে
জীবনের আসল ঠিকানা ll
জীবন এভাবে চালিয়ে যাওয়ার
কোনো মানে হয়না l

মিজানুর ভূঁইয়া