Tuesday, December 20, 2016

"ক্ষুদ্র একটু দানে, কেউ বেঁচে যাবে প্রাণে"

"ক্ষুদ্র একটু দানে
কেউ বেঁচে যাবে প্রাণে"

মিজানুর ভূইয়াঁ


জীবন যেখানে থেমে গেছে
চলেনা পা কোনোভাবেই আর।
সেখানে প্রয়োজন একটুখানি
প্রদীপের আলো জ্বালাবার।
একটু সচেতনতা একটু সহানুভূতি
বাঁচাতে পারে আরেকটি প্রাণ।
ঘরে বাইরে অযত্নে পড়ে থাকা
হুইল চেয়ারটি করে দিয়ে দান।
আপন জনের যে হাঁসি মিলিয়ে গেছে
ঘরের কোণে পড়ে থাকা ঐ হুইল চেয়ারে।
হাসিবে তোমার হৃদয় আবার
করিলে দান সেই চেয়ারখানা অন্যের তরে।
মানুষ উদার মন নিয়ে
যদি না আসে অন্যের পাশে।
যন্ত্রনায় কাতর প্রতিবেশী তোমার
তবে সেই মানব ধর্মের কি মূল্য আছে
দেওয়ার মতো যদি মন থাকে
তবে সামান্যতেই চলে।
ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে
সমাজে অনেক মহৎ কিছু গড়ে উঠে।
যতটুকুই সাধ্য আছে করে যাও দান
তাতেই বেঁচে যাবে লক্ষ্য লক্ষ্য প্রাণ।
---------------------------------------------
২০ ডিসেম্বর ২০১৬


https://www.facebook.com/events/1760111727642056/?ti=cl

No comments:

Post a Comment