Sunday, December 11, 2016

"নিজেই নিজের রাজা"

"নিজেই নিজের রাজা"
মিজানুর ভূঁইয়া

বয়সের আমি ধার ধারিনা
সময়ের কাছে হার মানিনা।
বয়সটা যাহাই হউক
জীবন সব সময়ই আনন্দে কাটুক।
দুঃখ বেদনা যতই আসুকনা
খুঁজে নেবো সব সুখের ঠিকানা।
বেদনার কালিমা করিব দূর
বাজিয়ে হৃদয়ে প্রাণরসেভরা সপ্তসুর।
শান্তির ঢালা নিয়ে কেউ নাইবা আসুক
আমি গাইবো গান, বাড়াবো নিজ মনের সুখ।
দেহের বয়স যতই বাড়ুক
মনের জোর সব সময় তার সীমানা ছাড়ুক।
মনের ভেতর রয়েছে যতো প্রাণশক্তি
সেটাই যৌবন, রাখিবে সবল; আনিবে সকল মুক্তি।
বয়স যতই বানায় বুড়া আর বুড়ি
ভাববে সব সময়ই; বয়স তোমার রয়েছে কুড়ি।
মনের সুখে করিলে গান; ইহাই সতেজ রাখিবে  প্রাণ
সুস্থ ও সুন্দর জীবনের ইহাই আসল উপকরণ।
বয়সের কাজ না বলে নিরিবিলি বেড়ে চলে
আমিও চলবো পথ নিজের সাথে নিজে কথা বলে।
এভাবে থাকা যায় যতদিন টিকে
তারপর যায় যাক বাতি নিভে।
আমি আনন্দ পথ খুঁজে নেবো প্রতিদিন
ইহাই একমাত্র উপায়; তাতে আনন্দে থাকা যায় যতদিন।
---------------------------------------------------
১১ ডিসেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউএ এস এ

No comments:

Post a Comment