Saturday, December 10, 2016

"কবিতার বাগান"

"কবিতার বাগান"
মিজানুর ভূঁইয়া



মাঝে মাঝে মন চায়
কবিতার বাগান খুলে বসি
সারাক্ষন করি কবিতার চাষাবাদ।
নিজেকে একদম বিলিয়ে দেই
নিরবিচ্ছিন্ন কবিতার ভাবনায়।
সংসার আর জীবিকার ভাবনা এসে
সব রকম বাঁধ সেধে বসে অবশেষে।
লেখালেখি আর কবিতার ভাবনা
সারাক্ষন আচ্ছন্ন করে রাখে এই মন।
মানুষের বৈচিত্রময় জীবন চারিতা এবং সংকটময়তা 
আমাকে ভাবিয়ে তোলে সারাক্ষন।
কোথাও জীবন প্রজাপতির রঙ্গীন পাখায় উড়ে বেড়ায়
আবার কোথাও জীবন বিবর্ণ আর প্রাণহীন। 
জীবনে খুবই নিবীড় ও প্রাণসিক্ত ভালবাসা নিয়ে
বেঁচে থাকা অনেক আনন্দময় ও প্রেরণাদায়ক।
সকল প্রকার সৃষ্টিতে নিরবিচ্ছিন্ন ভালবাসা
অমিয় উপকরণ হিসাবে অতি প্রয়োজনীয়।
প্রকৃতির অপরূপ মনোমুগ্ধ সুন্দর্যতা আর আচরণ
আমাকে নিয়ে যায় ভাবনার অতল গভীরে।
এমনিতর কত সহশ্র ভাবনা
ভীড় করে এসে মনের চারি পাশে অনুক্ষণ।
কবিতার বাগানে যে নানা রঙ্গের ফুল ফুটবে
তার সৌরভমাখা সুন্দর্যের অপরূপতা
প্রাণভরে  উপভোগ করার প্রচন্ড ইচ্ছে।
লেখালেখি আর কবিতার বাগানে
নিজেকে ব্যস্ত রাখার অভিপ্রায় দীর্ঘ দিনের।
বেঁচে থাকলে কাঙ্খিত কবিতার বাগান
একদিন হবেই; সেই আশাই এখনো মনে।
---------------------------------------
 ১০ ডিসেম্বর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ 
  

No comments:

Post a Comment