Saturday, October 8, 2016

ভিজে বর্ষায়

"ভিজে বর্ষায়"
মিজানুর ভূঁইয়া

ভিজে যায় দেহ মন একাকার বৃষ্টির জলে
ক্লান্তি আর অবসন্নতা হয় নিঃশেষ বাসনার
মনোতলে।
আকাশে যখন কালো মেঘের ঘনঘটা দেয় হাতছানি
তখন কি আর লুকিয়ে রাখা যায় মনের গোপন ইচ্ছেখানি।
মনে ইচ্ছে জাগে দেহখানা ভিজিয়েও নিতে
কামনার রসালো বাঁধভাঙা বৃষ্টির জলে
যাকনা ভেসে এই দেহ বর্ষণমুখর প্লাবনে।
তাতে কিইবা আসে যায় ভিজুক না মন এই  মধুর শ্রাবনে।
কামনার তৃষ্ণায় মন যখন ফেটে চৌচির
ভিজুক না এই দেহ মন যা ছিল উন্মুক্ত অধীর।
প্রাণের সকল উচ্ছাস আজ যাক মিলে এই বানে
ভিজে বর্ষা আনুক স্বস্তি সারা দেহ  মনে।
*****************************************
০৮ অক্টোবর ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment