Thursday, June 30, 2016

"আলোকিত হৃদয়ের ঠিকানা"


"আলোকিত হৃদয়ের ঠিকানা"
মিজানুর ভূঁইয়া 


আকাশ ভরা চাঁদের জ্যোস্নায়
মন হারিয়ে যায় আজ সেই দূর সীমানায়।
যেখানে সব আলোরা এসে গিয়েছে মিলে
প্রাণের উচ্ছাসে পুলকিত, আলোকিত হয় হৃদয়খানা।
কোনো এক অজানা দুটো হাত এসে
মিলে যাবে কি আজ এই হাত দুটির সাথে।
জ্যোস্না বিছানো আলোকিত এই প্রান্তরে
চলবে কি সে সারা পথ, এই হাত দুটো ধরে।
কোনো এক সমুদ্র সৈকতে অশান্ত ঢেউগুলো
যেভাবে ধেয়ে এসে মিলে যায় তীরে, শান্ত স্থিবির হয়ে।
জীবনের সকল বেদনাময় দীর্ঘ-শ্বাসগুলো
মিলিবে কি একইভাবে; কোনো এক আলোকিত হৃদয়পটে।
নদীও ছুটে চলে বিরামহীন আঁকাবাঁকা পথ ধরে
দুর্গম পথরেখা পেরিয়ে মিলে যায় সীমাহীন সাগরে।
জীবনের সকল সংকট মুক্তির অভিপ্রায়ে
খুঁজে পাবে কি জীবন; কোন এক আলোকিত হৃদয়ের ঠিকানা।
যেখানে অন্ধকার ঘুছিয়ে, জ্যোস্নার আলো উঠে ফুঁটে 
জীবন এক অনাবিল আনন্দ উচ্ছাসে মেতে উঠে।।
===========================
30 জুন 2016
ভার্জিনিয়া, ইউ এস এ

Thursday, June 23, 2016

"কাছে না আসো তবে দূরে সরে যেওনা"

"প্রেমের গান"
"কাছে না আসো তবে দূরে সরে যেওনা"

দঃখ দিয়ে তুমি কি সুখ কিনো,
আমি বুঝিনা
কেন এমন আড়াল করে থাকো
সেতো জানিনা।।
ভালতো বাসবেনা জানি
তবে ঘৃণা করোনা।
হৃদয়য়ের কাছাকাছি যদি না আসো
তবে একেবারে দূরে চলে যেওনা।
দঃখ দিয়ে তুমি কি সুখ কিনো
আমি বুঝিনা।।
মনতো শুধুই মনের ভেতরে এক আয়না
কতো ছবি ভেসে আসে সবাইতো আপন হয়না।।
তবুও ভালোলাগার কিছুক্ষন
এভাবেই কাটুকনা এই জীবন।

দঃখ দিয়ে তুমি কি সুখ কিনো,
আমি বুঝিনা
কেন এমন আড়াল করে থাকো
সেতো জানিনা।।
---------------------
23 জুন 2016

Wednesday, June 22, 2016

"নষ্টতায় ভ্রষ্ট পাতাল ভূমি"

"নষ্টতায় ভ্রষ্ট পাতাল ভূমি"
মিজানুর ভূঁইয়া


মিলাতে চাই এই বুক ঐ বিশাল আকাশের সাথে
পাতালে মানব কীর্তন করে দানবের বেশে।
মিত্রতা এখন হবে ঐ উদার শুভ্র-নীল আকাশের সনে
এবার বড়ই কঠিন পণ করেছি এই মনে।
বাহিরে যতো সব মানবীয় আবরণ পরে
ভিতরের মানবীয় সকল গুনাগুন দিয়েছে ছিন্ন করে।
এ শুধুই আপন স্বার্থ মত্বের যতো সব ছলাকলা
ভিতরে সব কারসাজি মুখে শুধু হরি নাম বলা।
ভগবান পরে ভন্ড তপস্বী করে দিনরাত তপস্যা
মানবের সাথে দানবীয় আচরণ, বড়ই কঠিন সমস্যা।
নিজে নিজে ভাবে শুধু আল্লাহ কিংবা হরি নামেই মিলে স্বর্গ
দিন রাত হানাহানি, বিদ্বেষ, করে মানুষে মানুষে মিথ্যে সব তর্ক।
ভাল গুন আছে যতো ঢেকে দেয় কুৎসিত কালোতে
আলো ছেড়ে জীবন বেছে নেয় অন্ধকার গলিতে।
পাতাল জীবন হয়ে গেছে কঠিন মমত্বহীনতা
তাই ঐ উদার আকাশটির সাথেই হউক চির মিত্রতা।।
=========================
২২ জুনে 2016
ভার্জিনিয়া, ইউ এস এ


Tuesday, June 21, 2016

"ছবিও কথা বলে"

"ছবিও কথা বলে"
মিজানুর ভূঁইয়া

আজ হঠাৎ করে দেখলাম একটি ছবি
আমার দিকে চমৎকার হাসৌজ্জলতায় তাকিয়ে আছে।
ছবিও যে এমনিভাবে কারো দিকে তাকিয়ে হেসে থাকে
জীবনে এই প্রথমবার দেখলাম ও বুঝলাম।
ছবিও নাকি মানুষের সাথে কথা বলে
আজ আমি এই ছবিটির দিকে তাকিয়েই সেটা বুঝলাম।
আমি কিছুক্ষনের জন্য অবাক বিস্ময়ে
হাসৌজ্জল ছবিটির দিকে তাকিয়েই রইলাম। 
কি অবাক কান্ড; ছবিটিও পলকহীন দৃষ্টিতে
আমার দিকেই তাকিয়ে অনর্গল কথা বলতে থাকলো।
ছবিটি অল্প কিছুক্ষনের মধ্যে অনেক কিছু বলে ফেললো
সবগুলো কথাই যেন আমার একান্ত ভালো লাগার কথা।
তবে ছবিটি কিভাবে জানলো আমার মনের এসব কথা।
জীবনে কতো সহস্র জীবন্ত মানবীয় হাসি দেখেছি
পাইনি কখনো এতো প্রাণরস এতো আনন্দ, 
কারুকার্যমাখা প্রাণপ্রাচুর্যেভরা হাসি; যা ছবিতে দেখেছি। 
আজ আমি সত্যিই বুঝতে পেরেছি
লিওনার্দো দাভিঞ্চিও হয়তো মোনালিসার হাসিতে
সেই জাদুকরী মর্মকথাই আবিষ্কার করতে চেয়েছিলেন।
কিছু কিছু হাসিতে যে এমন রহস্যময়তা
আর এমন মাদকাকর্ষণ থাকতে পারে  লিওনার্দো দাভিঞ্চি
সে বিষয়টিই হয়তো সত্যিকারভাবে আবিষ্কার করতে পেরেছিলেন। 
একটি জীবন্ত মানুষের চেয়েও একটি প্রাণবন্ত ছবি
অনেক বেশি শক্তিশালী, আকর্ষণীয় এবং প্রেরণাময়।
===========================
 21 জুন 2016
ভির্জিনিয়া কেউ এস এ 

Saturday, June 18, 2016

"The Father"

"The Father"
Mizanur Bhuiyan
The man who is called father
without his sacrifice, love and sincerity
our life would be impossible.
A man who sheltered us, grew us,
gave us good education and taught us
how to live strong with the morality.
The man lessoned us to speak the truth
and not to surrender with depravity and dishonesty.
The man who showed us how to live
with honesty, sincerity and devotions.
The man who fought with the crisis in life
but never gave up his honesty and sincerity.
The man went to the job early in the morning
and came back home with tiredness but smile on face.
The man who was holding big position in govt job
But never received a single penny as bribe.
It was the blessing of God to us that he
was our beloved dad (Engr. Monir Uddin Bhuiyan).
A father is the pillar of a house who stands strong
And protects children from all natural calamity.
A father is the roof on top of the head
who shelters children under the shade.
A father is the God gifted Angel
Who cares the most for the family and devotes his life.
======================================
19 June 2016
Virginia, USA

Thursday, June 16, 2016

"বৃষ্টি নস্টালজিয়া"

 "বৃষ্টি নস্টালজিয়া"
মিজানুর ভূঁইয়া


হুড়মুড়িয়ে সূর তুলে ঐ যখন পড়ে বৃষ্টি
বাহির পানে চলে যায় মোর দৃষ্টি।
এক পলকে তাকিয়ে থাকি লাগে বড়ই মিষ্টি
মনের ভেতর আসে তখন অনেক রকম সৃষ্টি।
বৃষ্টি যেনো কানের কাছে ফিসফিসিয়ে বলে
লাগে ভালো এমনিতর অভিসারে গেলে।
বাহির থেকে বৃষ্টি যেনো ডেকে আমায় বলে
জলদি করে এসো এবার ভিজো আমার জলে।
ভালবাসার সাবান তোমায় মেখে দিবো গায়ে
আদর করে তোমায় আমি ধরবো জড়িয়ে।
আমার জলে ভিজিয়ে নেবো তোমায় পলে পলে 
ভাসিয়ে দেবো তোমায় আমার সুধাভরা জলে।
বৃষ্টির দিনে মন হয়ে যায় বড়ই উচাটন
জানিনা; কি জানি কি চায় এই অবুঝ মন।
=====================
ভার্জিনিয়া ইউ এস এ
১৬ই জুন ২০১৬