Friday, January 29, 2016

"ছাড়িতে চাহেনা মন এই সুন্দর ভূবন"

"ছাড়িতে চাহেনা মন এই সুন্দর ভূবন"
  ---------মিজানুর ভূঁইয়া



প্রতিটি মানুষেরই জীবন তার কাছে ভীষণ প্রিয়
প্রতিটি মানুষই চায় অনন্তকাল ধরে বেঁচে থাকতে
নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে করে যায় প্রানান্তর চেষ্টা।
মানুষ রুগ্নতায় ভোগে, অঙ্গহীনতায় ভোগে
বার্ধক্যতায় ভোগে, প্রচন্ড মন বেদনায় ভোগে
রোগে শোকে জরাজীর্ণ কাতর, তবুও জীবন কতো প্রিয়।
প্রাকৃতিক বিপর্যয়ে ঘটে; খর-তপ্তা, বন্যা, ঘুর্নিঝড়,ভুমিধ্বস
প্লাবনে ভেসে যাওয়া জীবন; তবুও কুল খুঁজে পাওয়ার 
প্রানান্তর প্রচেষ্টা, বেঁচে থাকার শেষ আশা দেয়না বলিদান।  
প্রতিদিন হাজারো কষ্ট ও বেদনায় হৃদয়ে ঘটে রক্ত ক্ষরণ
তবুও মরণের চেয়ও জীবন অনেক বেশি আপন।
পৃথিবীর এই অপরূপ সুন্দর্যতা, মায়া মমতাকে ছেড়ে
কেউ যেতে চায়না অন্যলোকে, সেখানে যদিও
কল্পনার স্বর্গরাজ্যের কথা আছে বলা; কেনইবা চাইবে?
নিজের লব্ধ সুখ আর ভালোবাসাকে কে চায় হারাতে।
তাইতো প্রানপন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জিতে নিতে চায়
পৃথিবীতে বেঁচে থাকার প্রত্যাশা,হতে চায় চিরঞ্জীব।
সবাই চায় ফুরফুরে তর-তাজা একটি সুন্দর জীবন
সতেজ যৌবন, হাসি-খুশি সুস্থ্যতায় ভরা রবে সারা মন।
দৃশ্যমানতার পিছে অদৃশ্য কিছু রয়ে যায় গোপন
নিয়তি অন্য ভুবনে বসে, করে সকল আশার হরণ। 
হাজারো আশার বাতি বন্ধি কোনো এক নিয়তির হাতে
অবশেষে মানবের বেঁচে থাকার সকল প্রচেষ্টাই
চরমভাবে হয়ে যায় পরাস্ত, জীবন অন্যভুবনে হয় ন্যস্ত।  
মিলে যায় সকল আশার বাতি কোনো এক অন্ধকার গলিতে
পৃথিবীর মায়া ছেড়ে এভাবে কোন একদিন হয় চলে যেতে।
=========================
২৯ জানুয়ারী ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment