Tuesday, February 2, 2016

"বিশ্বজয়ী বাংলা ভাষা"

"বিশ্বজয়ী বাংলা ভাষা" 
সম্প্রতি জাতীসংঘের প্রবেশদ্বারে ১৯৫২ সালের ভাষা
সৈনিকদের স্মৃতিস্থম্ভ স্থাপনের মাধ্যমে বাংলা ভাষাকে
আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্থায়ীভাবে মর্যাদার আসনে
প্রতিষ্ঠিত করার মাধ্যমে বাংলা ভাষাকে একটি অন্যতম
মর্যাদাশীল ভাষা হিসাবে স্বীকৃতি প্রদানে আমরা
জাতীয়সংঘ ও উনেস্কোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

  


"বিশ্বজয়ী বাংলা ভাষা" 
মিজানুর ভূঁইয়া


স্বদেশী ভাষায় মনে বড়ই আশা জাগায়
প্রাণ খুলে কথা বলা।
স্বাধীনতা জাতির আজন্ম অধিকার
মাতৃভুমিতে মাথা উঁচু করে চলা ।
স্বদেশী ভাষায় আছে এমন প্রান্কাড়া মধু
পাখিরাও সূর তুলে গান গায়।
বিদেশ বিভূঁই যতই করুকনা কেনো জাদু
সেই আসল সুখ মিলেনা সেথায়।  
মায়ের মুখের বোল বাঁচাতে যারা দিল প্রাণ
বাঁচালো মোদের প্রানের বর্ণমালা।
বাঙ্গালী জাতির মহাবীর  সন্তান তারা
অর্জন করে নিলো বিশ্ববরণমালা।
 বাঙ্গালী জাতির নিজ দেশীয় ভাষা পেল সন্মান 
আন্তর্জাতিক মাতৃভাষার মান।
গর্বিত জাতি আজ বিশ্বদরবারে,গর্বিত মাতা  
যারা জন্ম দিয়েছে এমন বীর সন্তান।
তেষট্টি বছর পরে স্থান করে নিয়েছে ভাষাস্থম্ভ
জাতিসংঘ প্রবেশ দ্বারে।
বিশ্ব জুড়ে বাঙ্গালীর মতো এমন গৌরবময় অর্জন
আর কে করিতে পারে?
ভাষার জন্য নিজ প্রাণ উৎসর্গ করে
বর্ণমালাকে করেছে যারা বলিয়ান।
যুগে যুগে দুনিয়াময় সকল মানুষের কাছে
কীর্তি তাদের হয়ে রইবে মহিয়ান।
================
০২ ফেব্রুয়ারী ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)
 

No comments:

Post a Comment