Thursday, February 25, 2016

"ডাইনিং টেবিল সমাচার"

"ডাইনিং টেবিল সমাচার "
*******মিজানুর ভূঁইয়া



 খাবার টেবিল এক সময় ছিল পরিবারের
ঐক্য, সৌহার্দতা  ও সম্পর্কের কেন্দ্রবিন্দু।
আজকাল জীবনের সব নিয়ম-নীতিই
জীবনের চাকাকে ঘুরিয়ে দিচ্ছে উল্টো দিকে।
কর্মদিবস কিংবা সাপ্তাহিক ছুটির দিনেও
সবাই নিজেকে নিয়ে ব্যস্ত কিছু একটা নিয়ে।
যান্ত্রিক জীবন আজকাল এতোই ব্যস্ত যে
সকালে নাস্তার টেবিলে এখন আর নাস্তা হয়না।
যার যার মতো করে তাড়াহুড়ো করে
কেউ একটু সিরিয়াল, কেউ এক কাপ চা,
খুব জোর এক টুকরো টোস্ট চিবুতে চিবুতে
নিজের মতো করে দৌড়ে বেরিয়ে যাওয়া।
নাস্তার টেবিল ঘরের শোভাবর্ধনেই সীমিত। 
দুপুরের মধ্যান্ন ভোজ স্কুল কিংবা কর্মস্হলেই
সবাই যার যার মতো করে সেরে নেয়।
নৈশ ভোজেও এক সাথে বসে  হয়না খাওয়া
সবাই ভিন্ন ভিন্ন পছন্দ তালিকায় অভ্যস্ত।
বেচারা ডাইনিং টেবিল এখন শুধু ঘরের
মাঝখানে পড়ে থাকা কালের সাক্ষী মাত্র।    
মানবীয় জীবন যাপনের ধরণগুলো খুব দ্রুতই
মূল বিন্দু থেকে বিচ্ছিন্ন হয়ে গুচ্ছ গুচ্ছ
মেঘের মতই এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে।
খাওয়ার টেবিল যেদিন থেকে পর হয়ে গেছে সবার
সেদিন থেকে ঘরের মানুষগুলোও
একে ওপর থেকে অনেক দুরে সরে গেছে।
যেমনিভাবে গাছের ডালপালাগুলো
যদিও থাকে একই বৃক্ষ স্কন্দে, তবুও কেউ কারো নয়;
মাঝখানে থেকে যায় যথেষ্ট দুরত্ব আজীবন।
=======================
২৫ ফেব্রুয়ারী ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস এ

No comments:

Post a Comment