Saturday, January 23, 2016

"তুষার রাজ্য-এক অপরূপ সুন্দর্য্য কানন"

"তুষার রাজ্য-এক অপরূপ সুন্দর্য্য কানন"
----মিজানুর ভূঁইয়া



ঝিরিঝিরি নিরিবিলি ঝরছে তুষার
একেবারে নেই কোনো শব্দ।
লোকালয় পথ ঘাট জনশুন্য
একেবারেই হয়ে গেছে স্তব্দ।
আতঙ্ক যদিও কিছুটা রয়েছে চাপা চাপা
বরফীয় আনন্দের মাত্রাও যায়না মাপা।
ভূমি থেকে শুরু করে বৃক্ষ শাখা
শুভ্র তুষারে রয়েছে ঢাকা।
বাতাসে ভেসে বেড়ায় তুষারপুঞ্জ 
পেজা তুলার মতো।
জানালার কান্সিতে ঝুলছে তুষারপুস্প
পুতির মালা সুতোয়। 
এ যেনো শুভ্র পরীরা বিছিয়ে দিয়েছে 
সারা পথ জুড়ে শুভ্র ফুলের গালিচা।
চারিদিকে ছড়িয়ে রয়েছে      
অপূর্ব মনমুগ্ধতার শুভ্র ফুলের বাগিচা।
গাছের মগডালে ঝুলছে সাদা রঙ্গের ফুল
এ যেনো মনোরমা বালিকার কানের দূল।
এই মুলুকের পুরো ভূমি রাস্তা ঘাট
সবই এখন সাদা বরফের দখলে।
জনজীবন যদিও সম্পূর্ণ বিপর্যস্ত
উড়ে এসে জুড়ে বসা বরফের কবলে।
সমগ্র এলাকা যেনো এক তুষার সাম্রাজ্য
ইহাই প্রাশ্চাত্যের শীতকালীন এক অপূর্ব সুন্দর্য্য।
========================
২৩ জানুয়ারী ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস এ
(লেখকের একক সর্বস্বত্ত্বাধিকার সংরক্ষিত)

No comments:

Post a Comment