Friday, May 29, 2015

"আদম ব্যাপারী"


সম্প্রতি বাংলাদেশ ও নেপালের কিছু অসৎ
মানুষের যোগসাজসে নিরীহ মানুষদিগকে
বিদেশে নেয়ার মিথ্যা প্রলোবনের মাধ্যমে
থাই-লেন্ডের গহীন জঙ্গলে মাসের পর মাস
আটকিয়ে রেখে অমানুষিক নির্যাতন করার
পর মাটির নিচে পুতে রাখা হতো অথবা সমুদ্রের
জলে ছুড়ে ফেলে দেয়া হতো।
সেই অমানুবিক কর্মকান্ডের প্রতি গ্রীণা স্বরূপ
আমার এই লেখা। 

"আদম ব্যাপারী"
-------মিজানুর ভূঁইয়া

অমানবিক দুষ্ট দুরাচার
মানুষ মানুষকে করে পাচার । 
এই কোন সভ্যতার আচার
মানুষ বিক্রি করে যোগাস নিজের আহার।
মানুষকে দুর্গম পথে করে পাচার
যোগাস নিজের বিলাস বাহার।
দরিদ্র মানুষেকে করে ভিটাবাড়ি শূন্য
তাদেরকে করিস কেনাবেচার পণ্য।
টাকা কড়ি সর্বস্ব কেড়ে নিয়ে শেষে
গহীন জঙ্গলে মানুষকে রাখিস পুতে ।
অসহায় মানুষের বুক ফাটা আহাজারি
আকাশ জমিন কেঁপে উঠে হৃদয় বিদারী।   
অবুঝ শিশুকে করিস মাতৃস্নেহ হারা
ভুলিয়ে ভালিয়ে করিস দেশ ছাড়া ।
বেচে দিস মানুষ রুপি পাষন্ডদের কাছে
টু-পাইস কমাবার আশে ।
এ কেমন নিষ্ঠুর দানবীয় রীতি
মানবীয় অভয়ব শুধু নাই মনে প্রীতি।
সভ্য এই দুনিয়ার সকল রীতিনীতি ছাড়ি
হয়েছিস ঘৃণ্য নব্য দাস বেচাকেনার
-------------আদম ব্যাপারী।
======================
২৭ জুন ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ

Saturday, May 16, 2015

"জীবন প্রত্যাশা"

"জীবন প্রত্যাশা"
মিজানুর ভূঁইয়া


বন্ধনহীন মুক্তির বাণী
দিয়ে যায় শুধু হাতছানি।
মন বাগানে আলোক রাশি
মুক্ত আকাশে সুর্যের হাসি।
এমনি সজীব সুন্দর জীবন
প্রতিটি মানুষের কাঙ্খিত মন। 
চোরাবালি ঢেকে দিয়ে যায়
স্বপ্নগুলো কোথায় যে হারায়।
কে জানে কোন অশুভ ক্ষণে
কালো মেঘ নেমে আসে জীবনে। 
গোধুলির কালিমায় ভরে উঠে
স্বপ্নগুলো নিমিষেই পিছে হটে।
স্বপ্নের তাঁরাগুলো আবার আসে
চোখের কোণে মিটিমিটি হাসে। 
নতুন তাঁরা জেগে উঠে নতুন আশায়
তাঁরাগুলো ঢেকে যায় অমানিশায়। 
জীবন এভাবেই বার বার হেরে যায়
স্বপ্নের স্বর্গ সুধা খুঁজে নাহি পায়।
তবুও জীবন কবু থাকেনা থেমে
চলে যায় সারা পথ ঘেমে ঘেমে।
শান্তির সপ্নদুতের দেখা মেলেনা
তাই শান্তির পায়রারা পাখা মেলেনা।
=================
রচনা: ১৬ মে ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ

Saturday, May 9, 2015

প্রেমের গানঃ-


প্রেমের গানঃ-
তুমি কোন খেয়ালে গেয়েছিলে গান
 বুঝিনি আমি সেই ক্ষণে।।
 তুমি এসেছো সঙ্গোপনে
আমার এই মন কোণে।

তুমি আমার ভাবনার দুয়ার দিলে খুলে
 তোমার হৃদয়ে আমায় নিলে তুলে ।।
 ভরে দিলে এই জীবন ফুলে ফলে।

তুমি কোন খেয়ালে গেয়েছিলে গান
 বুঝিনি আমি সেই ক্ষণে।


তোমায় ভাবতে আমার আজ লাগছে ভালো
 তুমি জালিয়ে দিলে মোর হৃদয়ে আলো।।
 চলো এক সাথে এই পথ চলো।


তুমি কোন খেয়ালে গেয়েছিলে গান
 বুঝিনি আমি সেই ক্ষণে।

********************
০৯ মে ২০১৫
 ভার্জিনিয়া, ইউ এস এ

"জননী"

আন্তর্জাতিক "মা" দিবসে পৃথিবীর সকল মা'দের প্রতি
রইলো অকৃত্তিম শ্রদ্বা ভক্তি ও শুভেচ্ছা।


"জননী"
মিজানুর ভুঁইয়া


শূন্য থেকে আসোনি তুমি
এসেছিলে মাতৃগর্ভে।
সেই থেকে যাত্রা তোমার
হলো শুরু রঙ্গিন এই ভূস্বর্গে।
করোনা কখনো মায়ের সন্মান খর্ব।
করিলে মায়ের সেবা
জীবন হয়ে উঠবে সুখ-স্বর্গ।
অবহেলা করোনা কখনো
করিও মায়ের সেবা যত্ন।
ত্রিভুবনে মিলিবেনা আর
এমন খাটি রত্ন।
মায়াময় এই ভুবনে সব মিছে
নিখাদ ভালবাসা মিলে মায়ের কাছে।
তোমার সুনাম, খ্যাতি ও যশে
ঈর্ষায় ফেটে পড়ে যবে সারা দূনিয়া।
একজনই আছে পৃথিবীতে
করেনা ঈর্ষা, সে হলো গর্ভধারিনী মা। 
দেহখানা তোমার হয়েছে হৃষ্ট পুষ্ট
পান করে মায়ের দুধ।
আজীবন সেবা করিয়াও সেই মাকে
হইবেনা সেই ঋণ পরিশোধ।
জীবনের যতো বঞ্চনা, দুঃখ ও বেদনা
দূর হয়ে যায় এক নিমিশে।
হাসিমাখা মুখ নিয়ে 
মা যদি থাকে তোমার পাশে।
==================
০৯ মে ২০১৫
ভার্জিনিয়া,ইউ এস এ
(লেখকের সর্বসত্বাধিকার সংরক্ষিত)

Thursday, May 7, 2015

"বিশ্বজয়ী রবি"


"বিশ্বজয়ী রবি"
মিজানুর ভূঁইয়া


রবির কিরণে ঝলসে উঠিল ধরণী
কবি তুমি হলে বিশ্ব বরণী।
তোমার সকল সাহিত্য সৃষ্টি
এ যেনো কাঠ ফাটা জমিতে অজস্র বৃষ্টি।
বাঙ্গালী পেলো তার আসল পরিচয়
বাংলা সাহিত্য বিশ্বময় করলো  জয়।
বাঙ্গালী গর্বিত আজ সারা জগৎময়
তোমার কৃত্তি রহিবে চির অক্ষয়।
যদিও নয়কো তুমি ঈশ্বর,
তবুও রহিবে তুমি মানব হৃদয়ে অবিনশ্বর।
তুমি মহা দ্বিগবিজয়ী, তুমি দেব প্রেতাত্তা
তুমি হলে বাঙালির অস্তিত্ব ও চিরঞ্জীব সত্তা।
তোমার শুভ জন্মদিনে তোমাকে হাজার প্রনাম
তুমি বিশ্ব জুড়ে উজ্জল করেছো বাঙ্গালীর সন্মান।
======================
০৭ মে ২০১৫
ভার্জিনিয়া, ইউ এস এ
 

Tuesday, May 5, 2015

"সুখের ঘাটি-নিজ দেশের মাটি"

"সুখের ঘাটি-নিজ দেশের মাটি"
মিজানুর ভুঁইয়া

সুখে থাকি ভাবি আমরা যখন যেখানে যাই
আপন মাতৃভূমির সেই সজীব সতেজ
আনন্দ কোথাও কি খুঁজে পাই।
পরদেশে থাকি স্বপ্নের ভেলায় ভাসি
ভিতরে দারুন ক্ষত, মুখে শুধু হাসি।
বাল্য স্মৃতি যতো ফেলে এসে পিছে
জীবনের আসল মানে হয়ে যায়নিকো মিছে ?
নিজদেশে শ্বাস-প্রশ্বাস নেয়ায় যে স্বস্থি
হউকনা কেনো তাহা কোনো বস্থি।
মিলেনা সেই সুখ অন্য কোন খানে
আপন দেশে স্বর্গ সুখ রেখো তাহা মনে।

===================
০৫ মে ২০১৫
ভার্জিনিয়া ইউ এস এ