Friday, August 29, 2014

"পথ ভ্রষ্ট এক পথিকের কথা"

"পথ ভ্রষ্ট এক পথিকের কথা"

মিজানুর ভূঁইয়া 


রুদ্ধ দ্বারের তিমীরে ছিলে তুমি বন্ধি
মিলতোনা আলোর দেখা, করে কোনো ফন্ধি।
পাথরে মাথা ঠুঁকে করতে যখন আত্মহনন
একটু আলোর দিশাই ছিলো তোমার জীবন স্বপন।
জীবন নাটকের খেলায় যখন হলে ছিন্নভিন্ন
বেচে থাকার আশা তখন হয়ে গেলো শূন্য।
হতাশা আর বিভীষিকায় কাটতো দিবানিশি
সুখের আশা ছেড়ে দিয়ে হয়ে ছিলে ঋষি। 
আকাশ থেকে নেমে এলো একঝলক আলোক
জীবন তখন পাল্টে গিয়ে মেললো ডানা পালক। 
ভাগ্য দুয়ার খুলে গিয়ে জীবন খুঁজে পেলে
হঠাৎ করে স্মৃতি থেকে অতীত মুছে দিলে।
জীবন আশার বাতি নিভে হতে শুধুই দাহন 
নতুন রূপে নতুন দিনের গাইছো সাত কাহন।
=============================
রচনা- ২৯ অগাস্ট ২০১৪
ভার্জিনিয়া, ইউ এস এ

    Saturday, August 23, 2014

    "জীবন কথা"

    "জীবন কথা"
    মিজানুর ভূঁইয়া:- 

    সৃস্টিতে যখন হয়না বৃস্টি
    মনে জাগে সব অনাসৃষ্টি।
    ফুরিয়ে যায় হৃদয়ের মাঝে
    আছে যতো ভাষা মিষ্টি।
    ক্ষীন হয়ে পড়ে আপন কৃষ্টি
    হয়ে যায় একেবারে আই-বুড়ো,
    হাতে নিয়ে অন্ধের ঝষ্টি।
    জীবনের সব লেনদেন হয়েও হয়না
    শেষ; তবুও থাকে তার কিছু রেশ।
    এভাবেই জীবন একদিন ফুরিয়ে যায় 
    থাকেনা তার কোনো অবশেষ;
    হয়ে যায় সব কিছু একেবারেই নিঃশেষ।
    এই জীবনে কে কার প্রতি রাখে 
    এতোটুকু বিশ্বাস, আপন সেও নয়;
    যাকে বলি আমরা জীবন কিংবা নিঃশ্বাস। 
    ===========================
    রচনা: ২৪ অগাস্ট ২০১৪
    লন্ডন, যুক্তরাজ্য

    Tuesday, August 12, 2014

    "এইদিন-সেইদিন"

    "এইদিন-সেইদিন"

    মিজানুর ভূঁইয়া  

    বাবা তুমি অনেক আগেই গেছো চলে
    অবশেষে মা-ও গেলো চলে তোমার টানে।
    যাওনি তোমরা আমাদের কিছু বলে
    রেখে গেছো আমাদের একা ফেলে।
    জগৎ জুড়ে মিলবে কি আর এমন মধুর মানুষ
    ভালবাসায় বুক ভরা যার ছিলো নিরুন্গ্কুশ।  
    গুনে-মানে মা আমাদের ছিলো বিশ্বমানের
    বিশাল এক রত্ন ছিলো তোমার মন ও প্রানের।
    করতো তোমায় ভীষন সেবা ও যত্ন
    তুমি ছিলে তার জীবনের এক মহারত্ন।
    দেখিনি কখনো তাকে করতে অভিমান
    বাসত ভালো তোমায় দিয়ে সকল মন ও প্রাণ।
    বাবা যখন উঠতো রেগে, যাওনি তুমি তেড়ে
    ঝগড়া বিবাদ যাই-বা হতো যেতোনা তা বেড়ে।
    মায়াভরা সোহাগ তখন হৃদয় যেতো নেড়ে
    ভালবাসার টান তোমাদের যেতো সীমা ছেড়ে।
    কৃত্তিমতার ভান ছিলোনা, ছিলোনা ছল-চাতুরী
    ভালবাসার প্রতীমা ছিলে, ছিলে মহাআদুরী।
    ভক্তি ছিলো অন্তর জুড়ে বাবার প্রতি তোমার
    একই ভক্তি নিয়ে, মিললে গিয়ে সেই যে পরো-পার।
    ============================
    রচনা: ১২ অগাস্ট ২০১৪
    ভার্জিনিয়া, ইউ এস এ   

    Tuesday, August 5, 2014

    "জেগে উঠুক আজ বিশ্ববিবেক"

    অগনিত নিরীহ গাজাবাসী ও ফিলিস্তিনবাসীদের এই দুর্বিসহ অবস্থার প্রতি সহমর্মিতায়
    আমার এই ক্ষুদ্র প্রয়াস:-
    "জেগে উঠুক আজ বিশ্ববিবেক"
    মিজানুর ভূঁইয়া
     
    বিশ্ববিবেক চারিদিকে আজ স্তম্ভিত
    কেনো নয় ঘাতকেরা এতোটুকু শংকিত।
    দুর্দমনীয় গতিতে, গুলি চালায় খুলিতে
    বিশ্ব মানবতা পারেনা তা ভুলিতে।
    কেনো নয় নির্লজ্জ ঘাতকের দল;
    ঝুলছে আজও মরণ শুলিতে।
    পরাশক্তিরা আজ কোথায় গেলো?
    ঘাতকদল এই সাহস কোথায় পেলো?
    ধর্মের নামে নিরীহ মানুষ ও শিশু মেরে। 
    মাতৃভূমি তাদের নিতে চাও কেড়ে।
    এ কেমন নারকীয় পিচাষতা
    নির্মম, নিষ্ঠুর, বর্বর পাষন্ডতা।
    বধিতেছো লাখো প্রাণ, বধিতেছো বিশ্বমানবতা।
    তবে কি আজও জাগিবেনা ঘুমন্ত বিবেক!
    শান্তির মিশন ও বিশ্ব মুরুব্বিরা
    আছেন কেনো আজও ঘুমিয়ে!
    দয়া করে এবার জেগে উঠুন।
    শান্তির শুভ্র পতাকা এবার উড়িয়ে দিন
    নিরীহ গাজাবাসীদের স্বাধীন ভূমিতে।
    ==========================
    রচনা: ০৫ অগাস্ট ২০১৪
    ভার্জিনিয়া, ইউ এস এ
    (লেখকের একক সর্বসত্ত্বাধিকার সংরক্ষিত)