“ধর্মের আলো ও কালো”
মিজানুর ভূঁইয়া
যেখানে ধর্মের নামে
অন্ধকারে ঢেকে দেওয়ার খেলা চলছে বাংলাদেশে
সেখানে এই সভ্য দুনিয়ায়
ধর্মের আলোয় আলোকিত হয়ে আছে এই প্রবাসে !!
ধর্ম কি ছড়ায় কাঁটা পথ পানে ?
হিংসা বিভেদ আর অযাচিত মৃত্যু কি টেনে আনে
ধর্ম শুনেছি আনে শান্তির বাণী
তোমরা আজি যাহা করছো মানবধর্মের চরম গ্লানী !
সভ্য দেশে চারিদিকে শুধু জয় জয়কার
তোমাদের মুখোশ ধর্মে কেন এতো মৃত্যু হাহাকার ?
ধর্ম যদি শুধু লেবাসি হয়ে বিদ্বেষ টেনে আনে
তবে সেই ধর্ম কবু শান্তির নয়, শুধুই মনে ভীতি আনে।
স্রষ্টাই যদি বলো জীবন মৃত্যুর মালিক
তবে তোমরা কেন নিজের হাতে পরাচ্ছ মৃত্যুশূলী ?
সভ্য দেশে যেখানে জ্বলছে ধর্মের আলো
তোমাদের কেন ধর্মের নামে এতো ঘোর অন্ধকার কালো ??
২৩ ডিসেম্বর ২০২৫
ভার্জিনিয়া, ইউ এস এ
No comments:
Post a Comment