“ইঁদুর দেখেনি চাঁদের আলো”
অন্ধকারের ইঁদুরগুলো, সেই অন্ধকারেই রইলো
যেই গুহাতে জন্ম নিলো সেই গুহাতেই করছে লাফালাফি।
জ্ঞান বিজ্ঞানের এই দুনিয়ায় মানুষ করলো কতো সৃজন
বকধর্মের লেবাস পরা; হয়ে রইলো মানুষ নামের কু’জন ?
স্রষ্টা মানুষ সৃষ্টি করে পাঠিয়েছে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে
সেইটুকু সঠিক ব্যবহার করেই মানুষ থাকছে সুখের তরে !
জ্ঞান বুদ্ধি বিবেকহীন যারা, কাজ শুধু বড় বড় বুলি ছাড়া
মানবতাবিহীন পৈশাচলিকতায় এদের দেহ এবং মনগড়া।
ধর্ম হলো জীবনের আলো, সঠিক পথের দিশা
সেই ধর্মেরই অপব্যবহারে খেলছো আজি তাস জুয়া পাশা।
লেবাসখানা ধর্ম নয়; ধর্ম মানবিকতা আর ভালবাসা
লেবাসী ধর্ম দিয়ে খেলছো আজি মানব ধ্বংসী সর্বনাশা।
ধর্ম হলো সূর্য্য কিরণ, চাঁদের আলো অন্ধকার রাতে
সেই আলোকে কুৎসিকতায় ঢেকে ফূর্তি করছো তাতে।
মানুষ নামের খোলস পরা মিথ্যে বকধর্ম বিলাসী
কথায় কথায় খুন খারাপি নিজের হাতে তুলে নিয়ে অশি !
অন্ধকারে জন্ম নেয়া মানুষ নামের অন্ধ কুলাঙ্গার
চাঁদের আলো দেখেনি কবু, তাই রয়েছে ডুবে অন্ধকার ??
চলবে:——
No comments:
Post a Comment