Wednesday, December 17, 2025

"জন্মদিন ও আলোকিত বাস্তবতা"

   "জন্মদিন ও আলোকিত বাস্তবতা"

মিজানুর ভূইয়াঁ  

এক একটি নবজন্ম এক একটি প্রতিশ্রুতিশীল আলোকিত সকাল 

নিয়ে আসে আশা জাগানিয়া আলোক ভরা প্রশান্তিময় দিবালোক। 

এক একটি নবজন্ম এক একটি উদীয়মান সোনালী সূর্য্য

 মনে জাগিয়ে তোলে উদ্যাম নিমিষেই দূর করে দিয়ে সকল ক্লান্তিময় অন্ধকার। 

এক একটি নবজন্ম এক একটি পূর্ণিমার উজ্জ্বলতর চাঁদ 

অমানিশার অন্ধকারকে গুছিয়ে আলোক পূর্ণিমায় ভরিয়ে দেয় সমগ্র আকাশ। 

এভাবে পৃথিবীতে প্রতিটি জন্ম এক এক করে উজ্জ্বল তাঁরা হয়ে 

সমগ্র আকাশ জুড়ে  ছড়িয়ে পড়ে পৃথিবীকে আলোকিত করে। 

সবুজ বৃক্ষে এক সময় যেভাবে নানান রঙের ফুলে সুশোভিত হয় 

সেই ফুলগুলো আবার পরিণত হয়ে আশার ফলে ও ফসলে পরিণত হয়। 

তেমনি করে প্রতিটি মানব শিশু মা ও বাবার জীবন বাগিচায় 

অনেক আশা ও প্রত্যাশার ফুল ও ফল হয়ে সংসার বাগানকে আলোকিত করে। 

একটি নবজাত শিশু একটি সংসারে সেই আলোকিত চন্দ্র ও সূর্য্য 

যার আগমনে প্রত্যাশার আলো জ্বলে উঠে সেই যুগলবন্ধী আকাশে। 

শুভজন্ম, শুভযাত্রা, শুভ কামনায় এভাবেই সামনে এগিয়ে চলে জীবন 

শুভ হউক জন্মদিন, ছড়িয়ে দিয়ে সহস্র আলোক প্রহর সারা ভুবনময় !! 


ভার্জিনিয়া, ইউ এস এ 

ডিসেম্বর ১৭, ২০২৫





No comments:

Post a Comment