Saturday, August 24, 2024

"বন্ধন বিশ্বাস ও মুক্তি"

"বন্ধন বিশ্বাস ও মুক্তি" 


বাহুতে বাহুতে এই বন্ধন 

এসে মিলিবে হৃদয়ে

বাধিবে প্রাণে মিত্রতার সেতু বন্ধন l

রক্তের সম্পর্ক টেনে আনে কাছে 

হৃদয়ে জাগায় সুমধুর স্পন্দন l

হৃদয় সাম্পর্কিক মিত্রতার রোমন্থন 

সৌরভে ভরে দেয় মন সুবাসিত চন্দন l

স্বার্থের মোহজালে জীবন হবেনাকো ছিন্ন 

তোমার জীবন তখনই হবে ধন্য l

নিজের জন্যই নয় শুধু বাচা 

প্রয়োজনে মানুষের কাছাকাছি আসা l

পিতা মাতা গুরুজনে থাকে যেন ভক্তি

তাতেই  মিলিবে জীবনের মহামুক্তি l 

স্মরণ রাখিবে সদা মহামানবদের উক্তি 

ইহাই হয়ে রইবে জীবনের প্রাণশক্তি l

মানুষে মানুষে খুজিবেনা কোনো ভেদাবেদ 

ধর্ম নয়; ইহাই আসল পরিচয়, আসল ইবাদত l

পৃথিবী অপূর্ব এক মানবীয় বাগান

ভাবো তাই; সকল  মানুষই সমান l


August 24, 2015

No comments:

Post a Comment