Monday, July 28, 2025

“মতলবি দুনিয়া নিচ্ছে সব ছিনিয়ে”

 “মতলবি দুনিয়া নিচ্ছে সব ছিনিয়ে”



পেন্ডামিক থেকে শুরু যাহা 

শুরু হলো মানুষের জীবন নিয়ে জুয়া খেলা। 

সামাজিক দূরত্বের বুলি ছড়িয়ে 

মানুষে মানুষে লাগিয়ে দিলো সম্পর্কের তিক্ত তালা। 

সেথা হতে শুরু হলো ঘরে বসে সব কেনাকাটা 

ছোট খাটো ব্যাবসায়ীদের বন্ধ হয়েগেলো বেচাকেনা। 

মোড়লরাই আজকাল সবই করে 

মানুষ আজ শুধুই তাদের ইচ্ছেপুতুলের কারখানা। 

ছোট ব্যাবসায়ীর ব্যাবসা নেই 

চাকুরী বাকরী হারিয়ে মানুষ ঘরে বসে দিশাহারা। 

মুঠোফোনে ডুবে আছে মানুষ দিনরাত্রি 

রাস্তা পেরুচ্ছে কিংবা গাড়ি চালাচ্ছে একেবারে বেপরোয়া। 

দিনদিন এভাবে মানুষকে বোকা বানিয়ে 

নিচ্ছে চতুর জান্তা স্বর্গের চাবি নিজ হাতে তুলে। 

মানুষ আমরা এতোই যে বোকা 

টের পাচ্ছিনা ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিত অন্ধকারে যাচ্ছে হারিয়ে ?

এই হলো পেন্ডামিকের আসল ভণ্ডামি 

কিছু মতলবি জান্তা সেই সুযোগে নিচ্ছে সব কিছু হাতিয়ে। 

মানুষ চোখবুঁজে দিনরাত শুধুই ছুটছে অজানার পথে 

নতুন নতুন এপ্লিকেশন পেয়ে দিনরাত মত্ত্ব তাহা নিয়ে। 

এরি মাঝে এসেগেছে ভৌতিক কৃত্তিম মেধা 

তাই নিয়ে হৈচৈ মানবীয় আসল বিদ্যাবুদ্ধি সব একেবারে ফাঁকা। 

আসবে হয়তো সেই সময় কেউ স্কুলে আর যাবেনা 

কষ্ট করে লেখাপড়া করেওতো এর মূল্য তেমন পাবেনা। 


(চলবে……)









































No comments:

Post a Comment