Monday, November 30, 2020

"একটি গোলাপ ও মায়ের হাসি"

 বিজয়ের অর্ধশতাব্দীর শুভেচ্ছা 


"একটি গোলাপ ও মায়ের হাসি"

মিজানুর ভূইয়াঁ 


একটি স্বপ্ন, একটি অধিকার আদায়ের যুদ্ধ 

একটি মানচিত্র, পৃথিবীর বুকে এ-যেন এক অভূতপূর্ব 

এক নতুন মহা আবিষ্কার; নিজের করে বেঁচে থাকার প্রত্যয়ে 

একটি আলোকিত ভুবনের ঠিকানায় অভিযাত্রা l 

অসহ্য তাপদাহ থেকে নিষ্কৃতি পাবার প্রানপণ প্রচেষ্টা 

উম্মুক্ত সুশীতল বায়ুতে বুকভরে নিঃস্বাশ নেয়ার চিরন্তন প্রয়াস l  

পৃথিবীর বুকে নিজের সকল সৃষ্টি ও ঐতিহ্যকে 

আপন অহংকারের মহিমায় বুকে ধারণ করে উল্লসিত জীবন l 

মাথার উপর কালো মেঘে ঢেকে দেয়া আকাশটি 

উচ্ছসিত আলোকচ্ছটায় উজ্জ্বল হয়ে উঠুক সেই আকাঙ্খায় 

জেগেউঠেছে কোটি প্রাণের মিছিল সমস্বরে এই এই প্রান্তরে l 

সকল প্রাণের একই দাবী; একই ভাষার একটি দেশ বাংলাদেশ l 

জুলুম কিংবা রক্তচক্ষু হুকুমের তাবেদারী আর নয় ! 

মানুষ জাগলো, , মাটি জাগলো, নদী জাগলো, ফুল পাখি জাগলো 

আকাশ বাতাস কাঁপিয়ে জেগে উঠলো কোটি প্রাণ একই সাথে l 

ঐতো সামনেই দেখা যায় একটি লাল সবুজের পতাকা; 

একটি ঐতিহাসিক ভাষণ; প্রেরণার উজ্জ্বল তারকাগুলো যেন 

ক্রমশই আরো উজ্জ্বলতর হয়ে বুকের ভেতর সাহসের আলো জ্বালিয়ে দিলো l 

যার যা কিছু ছিল তাই নিয়ে এবার সবাই এগিয়ে এলো সামনে 

একটি ভয়াবহ বহিঃশত্রু মোকাবেলার জীবনপণ যুদ্ধ l 

তিরিশ লক্ষ জীবন, লক্ষ মা বোনের ত্যাগের মহান ইতিহাস 

অবশে একটি গোলাপ ও মায়ের মুখের হাসি; 

স্বাধীনতা ও একটি সোনালী রৌদ্রৌজ্জ্বল সোনালী বাংলাদেশ l 

********************************************************************

০১ ডিসেম্বর ২০২০

ভার্জিনিয়া, ইউ এস এ

Wednesday, November 25, 2020

“ভগবান বাহিরে না ভিতরে”

 “ভগবান বাহিরে না ভিতরে”

মিজানুর ভূইয়াঁ 


শুধু তোমাদেরই জন্য প্রায় প্রতিদিনই 

কারণে অকারণে ছুটে আসি চেন্টিলি ক্রসিংয়ে l

কখনো হতভাগা পুরুষ কখনো নারী 

দাঁড়িয়ে চৌরাস্তার ট্রাফিক সিগন্যালে অপেক্ষমান l

প্রতীক্ষা কখন গাড়ির জানালা খুলবে 

আর মুষ্টিবদ্ধ হাতখানা বেরিয়ে আসবে জানালার ফাঁকে l

কনকনে শীতের হাওয়া বইছে বাহিরে 

তবুও জীবন জীবিকার প্রয়োজনে ঘরে থাকার উপায় নেই l

গাড়ির জানালা একটুকু খুলে প্রসারিত করি মুষ্টিবদ্ধ হাত

যতটুকু সাধ্য; অমনি দৌড়িয়ে এসে হাতে তুলে নেয় মহাখুশিতে l

দু’হাত উঁচু আর মাথা নীচু করে শুভেচ্ছা 

গড ব্লেস ইউ স্যার, জীবন নিয়তির খেলায় এতোই ফারাক l

কেউ শীতের রাতে বাইরে দাঁড়িয়ে 

আবার কেউ অট্রালিকার উষ্ণ তক্ততাউসে সুখ নিদ্রাবাস l

***************************************************

২৫ নভেম্বর ২০২০ 

ভার্জিনিয়া ইউ এস এ

Monday, November 2, 2020

“ একটি সোনালী ভোরের প্রত্যাশায়”

“একটি সোনালী ভোরের প্রত্যাশায়”

মিজানুর ভূইয়াঁ


সর্ব-মানবতার জয় হউক

উঠুক একটি নতুন সূর্য এই প্রত্যুষে নতুন প্রত্যয়ে l

অসহিষ্ণুতা ও ঘৃণা বিদায় হয়ে যাক

আসুক নতুন সকাল একটি সুন্দর আশা নিয়ে l

জেগে উঠুক সোনালী স্বপ্ন

প্রতিটি হৃদয়ে সুন্দর আগামীর প্রত্যাশায় l

স্বস্থির নিঃস্বাস ফিরে আসুক

এক অমিয় শান্তির বার্তা নিয়ে সবার বুকে l

অস্বস্তির বিষবাষ্পটুকু সরে যাক

সুনির্মল বায়ু বয়ে আনুক স্বস্তির নিঃস্বাস চারিদিকে l

ভীতি ও আতঙ্ক নির্বাসিত হয়ে যাক

আসুক দুর্জয় সাহসিকতা সৈনিকের বেশে নতুন আলিঙ্গনে l

ঘৃণা আর কৌলিণ্যতা মুচে যাক

আসুক শ্রান্ত উদার মানবিকতা এই মানব ধরাভূমিতে l

সকল অন্ধকার ও রুদ্ধ-দ্বার খুলে যাক

আলোর মিছিলে ভরে যাক সর্বপ্রান্ত কানায়কনায় l

বুকের উপর চেপে থাকা কষ্টের জগদ্দল পাথর

নিঃচিহ্ন হয়ে মিলিয়ে যাক এই শান্ত উদার ভূমিতে l

যে কাঁটা গলায় বিঁধে অসহনীয় যন্তনা দিচ্ছে

সেই কাঁটা নীরবে নিঃসরিত হয়ে মিলিয়ে যাক উদরে l

যে সোনালী আলোটুকু ঢেকে দিয়েছে অশুভ ছায়া

সেই ছায়াটুকু আজ হারিয়ে যাক সোনালী ভোরের আলোর বন্যায় l

সোনালী ভোরের প্রতিশ্রুতির আলোটুকু 

বার বার ঢেকে দেয় কুৎসিত প্রেতাত্নার অশুভ কালো ছায়ায় 

তবুও আলোর দিশারী জেগে থাকে অতন্দ্র 

একটি সুন্দর সোনালী সূর্যোদয়ের চিরন্তন আশা বুকে নিয়ে 

সকল আলোর পথযাত্রীরা যখন জেগে উঠবে একই সাথে 

শত বাধা বিপত্তি ডিঙ্গিয়ে সেই সোনালী আলোর সূর্য্য জেগে উঠবেই !!

************************************************

১লা নভেম্বর ২০২০

ভার্জিনিয়া ইউ এস এ