Wednesday, January 30, 2019

"রক্তেমাখা বর্ণমালা"


"রক্তেমাখা বর্ণমালা
 
মিজানুর ভূইয়াঁ


বর্ণমালা তুমি যখন শহীদের রক্ত হয়ে যাও
তখন তুমি আরো বেশি কাঙ্খিত হয়ে পড়ো   
তুমি আরো অনেক শক্তিশালী হয়ে
প্রতিটি হৃদয়য়ে এক অবারিত স্বপ্ন জাগাও  
অগ্নিশিখার মতো জ্বলজ্বল করে জ্বলে উঠো 
স্বপ্নের জানালায় সকালের  সূর্য্য হয়ে  
তুমি যখন রক্তমাখা শার্ট হয়ে গিয়েছিলে 
তখন বর্ণমালাগুলো পায়রা হয়ে;
ডানা মেলে উড়েছিল, সারা আকাশ সীমানায়  
তুমি যখন সত্যি সত্যিই এই মাটিতে
রক্ত ঝরালে; তখন সেই রক্তস্রোত গড়িয়ে গড়িয়ে 
সমগ্র সমতল ভূমিটুকু রক্ত সমুদ্রে পরিণত হয়েছিল   
আর পাহাড়গুলো এক একটা শহীদ মিনার হয়ে
আকাশ ছুঁইয়ে গিয়েছিল  
রক্তছটাগুলো বৃত্তাকার রক্তাভ সূর্য্য হয়ে
বৃক্ষের সবুজ পাতাগুলোর মাঝখান এঁকেছিল 
বিজয়ের পতাকা, আর সেই পতাকা  
পতপত করে উড়েছিল সেদিন দেশজুড়ে  
বর্ণমালাগুলো  সেদিন হারিয়ে যায়নি 
বর্বরতা এবং নিঃশংসতার কাছে
মাথা উঁচু করে দাঁড়িয়েছিল;
অকুতোভয়ী  সৈনিকের মতো বুকভরা সাহসে  
বর্ণমালাগুলো সেদিন বেঁচেছিল বলেই; 
আজ বাংলা আমাদের মায়ের ভাষা 
বাংলা আমাদের রাষ্ট্র ভাষা, বাংলা পৃথিবীতে সম্মানের ভাষা  
*******************************************************
৩০ জানুয়ারী ২০১৯
ভার্জিনিয়া, ইউ এস   

No comments:

Post a Comment