Tuesday, January 22, 2019

"অপ্রতিরুদ্ধ নেশা" 

"অপ্রতিরুদ্ধ নেশা"
মিজানুর ভূইয়াঁ

চাহিয়া দুই নয়ন পানে
রহিলে আনমনে ।
কেউ জানুক
আর নাইবা জানুক
স্বযতনে রহিবে
তাহা এই হৃদয়াঙ্গনে ।
পাখিরা ডাকিছে ভোরে
কতোনা মধুর সূরে ।
কাননে ফুটেছে
নানান রঙ্গের ফুল ।
বহিছে কোমল সুবাতাস
অতি মৃদু তালে ।
ছুঁইয়া যাবে
একটু আলতো করে ।
তবুও ভাঙ্গেনা
সেই নীরব চাহনীর নেশা ।
কাটেনা ঘোর
একেমন নেশা দুই নয়নে ।
শুধুই ডুবে যায়
অতল সাগরে হারাতে ।
তুবুও থামেনা
এই চাহনি বিরামহীন ।
ফিনকি দিয়ে
আলো এসে চোখে পড়ে ।
তারপরও
চোখের পাপড়ি বুঝেনা ।
দৃষ্টি তবুও
অপলক নেশায় আচ্ছন্ন ।
এ কেমন মায়া ঢাকা আবরণে
আচ্ছাদিত দুই নয়ন ।
শুধুই চেয়ে থাকা
এ কেমন অপ্রতিরুদ্ধ নেশা । ।
*********************
২১ জানুয়ারী ২০১৯
ভার্জিনিয়া ইঊ এস এ

No comments:

Post a Comment