Tuesday, February 5, 2019

"শান্ত চরণ মুগ্ধ করণ"

"শান্ত চরণ মুগ্ধ করণ"
মিজানুর ভূইয়াঁ

শান্ত চরণ মুগ্ধ কানন
ফুটেছে আজি কতো ফুল।
তারই ছোঁয়ায় প্রানপরশে
গেয়েছে গান হৃদয়ের বুলবুল।
স্বর্গীয় সুধা লেগেছে প্রাণে
ভেঙ্গেছে হাজারো ভূল।
এমনি সুধায় প্রেমপিয়াসী
প্রেমকাননে হলো যে মশগুল।
এক ঝলকে হুরপরীরা
নাচলো ছড়িয়ে সুবাসিত ফুল।
মন যে বড়ই উদাস পাখি
ক্ষণেই ফুটালো হাজার ফুলের মুকুল।
শান্ত চরণ মুগ্ধ করণ
হীরা জহর, মনি মুক্তার মালা।
কাননভরা ফুলগুলো সব
মালা হয়ে গলে করলো উজালা।
শান্ত চরণ উদাস করণ
ছিল তাহার মন যে উতালা।
শান্ত চরণ মুগ্ধ কানন
বিছিয়ে দিলো হয়ে শীতল পাটি।
মুগ্ধ হয়ে আপন মনে
তারই উপর ইচ্ছেমতো হাটি। ।
♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡♡
০৫ ফেব্রুয়ারী ২০১৯
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment