Saturday, March 24, 2018

"লাল সবুজের পতাকাও আজ লজ্জিত" 

বিজয়ের এই মাসে কতিপয় দুর্বৃত্তের হায়নাদারি কায়দায় তনু'র সন্মানহানি করে তাকে নারকীয়ভাবে হত্যা এবং লক্ষীপুরে সন্তানের সামনে মা'কে বিবস্র করে তার মাথা কামিয়ে সন্মানহানির মত জঘন্য পৈশাচিকতার নিন্দা জ্ঞাপন স্বরূপ আমার এই প্রতিবাদের
কবিতা:-

"লাল সবুজের পতাকাও আজ লজ্জিত"
মিজানুর ভূঁইয়া

বিজয়ের এই মাসে আসেনাতো মুখে কোনো হাঁসি
এই জাতির গলায় এ কেমন কলঙ্কের ফাঁসি।
লজ্জায় মাথা নত, ভাবতে বড়ই অবাক লাগে
দুর্বৃত্তের পাপাচারে পুরো দেশ গেছে ফেঁপে।
স্বাধীন দেশে যে সময় উড়ছে লাল সবুজের পতাকা
সেই মাটিতে এখন লজ্জা আর যায়না ঢাকা।
হিংস্র পশুদের পদাচারণে বিভৎস্য এই ভূমি
পুরো দেশটি যেন তাদের পৈত্রিক চাষাবাদের জমি।
নীরিহ মানুষগুলোকে ভাবে তাদের নিজ রাজ্যের প্রজা
যখন তখন  অত্যাচার, আর দেয় তাদের সাজা।
আইন কেন আইন নয়; ভয় করেনা কিছু লোকে
নিরীহ মানুষগুলো সেকারণে আজীবন ভোগে।
অর্থ বিত্ত আর রাজনীতির কাছে পুরো দেশ জিম্মি
তাই খুন খারাপি করেও মোসাহেব থাকে বুক টান,
খায় পোলাও কোর্মা আর ফিরণী।
আইন যখন শুধুই নির্বিকার ঐ আইনি খাতায়
মানুষ অসহায় তখন কোন প্রতিকার নাহি পায়।
শহীদের আত্না আজও গুমড়ে গুমড়ে কাঁদে
অর্ধশত বছর পরেও মানুষ কেন একই মরন ফাঁদে।
====================================
২৪ মার্চ ২০১৬
ভার্জিনিয়া ইউ এস এ

Read from Blog
http://mrbhuiyan4.blogspot.com/2016/03/blog-post_24.html

No comments:

Post a Comment