Friday, July 27, 2018

"হে সুন্দর- সর্বত্রই দৃশ্যমান তুমি"

"হে সুন্দর-
সর্বত্রই দৃশ্যমান তুমি"

মিজানুর ভূঁইয়া

বাগানের সবুজ বৃক্ষগুলোর দিকে যখন তাকাই;
মনে হয়, প্রতিটি সবুজ পাতার অবয়ব সে তোমারি ।
আবার যখন শুকনো এবং মৃত জরাজীর্ণ বৃক্ষের দিকে তাকাই;
হঠাৎ করে দেখি তরতরিয়ে সমস্ত বৃক্ষটি সবুজ
পাতা গজিয়ে সজীব ও নব যৌবনা হয়ে উঠে ।
সেও কি তুমি!
বাগানের সদ্য গজিয়ে উঠা ফুলের গাছগুলোর দিকে যখন তাকাই; একি অবাক কান্ড!
সমস্ত গাছগুলোতে হুড়হুড় করে নানা রঙ্গের ফুলে ফুলে ভরে উঠে।
সেও কি তুমিই!
কাঠফাটা রোদ্দরে বাইরে যখন একেবারে সব কিছুই খাঁ খাঁ করে;
আর অমনি যখন আকাশের দিকে তাকাই।
কি ভয়ানক কান্ড; ঝরঝরিয়ে শান্তির বৃষ্টির ধারা ঝরতে থাকে ।
তাহলে সেও কি তুমি!
দুঃখ বেদনার অন্ধকারে নিমজ্জিত হয়ে যখন কষ্টের সাগরে ভাসতে থাকি।
হঠাৎ দেখি শান্তির আলোক প্রদীপ নিয়ে কে যেনো আমার পাশে দাঁড়িয়ে।
সেওকি সত্যিই তুমি!
ঘুষঘুষে অমাবশ্যার অন্ধকার ঘিরে আছে চারিদিকে।
আর যখনই আকাশের দিকে তাকাই;
কি অদ্ভুত অপূর্ব আলোক মেলায় চাঁদ তারারা ঝিকিমিকি করছে।
আমি নিশ্চিত সেটাও তুমিই হবে l
আজকাল সব কিছু এমন হঠাৎ করে বদলে গিয়ে
এতো সুন্দর হয়ে যায় কেন?
আগেতো এমন হতোনা;
তাহলে আগে তুমি ছিলেনা বলেই কি হতোনা l
আর এখন আছো বলেই কি হচ্ছে।
আর সে কারনেই কি আমি পৃথিবীর সর্বত্রই এবং সব কিছুতেই;
তোমার উপস্থিতি ও দৃশ্যমানতার ঠিকানায়
আমার সুন্দরতম অস্তিত্বকে খুঁজে পাই!!!!
হয়তো তোমার সব কিছুই সুন্দর তাই l
 *************************************
২৭ জুলাই ২০১৮
ভার্জিনিয়া উই এস এ  

 
 
 

No comments:

Post a Comment