Monday, January 8, 2018

"যার যার তার তার" 

"যার যার তার তার"

দেশে যখন ছিলাম এদেশের(আমেরিক) জীবন যাপন পদ্বতির যে গল্পটি শুনেছি এখানে এসে তার হুবহু যথার্থতার প্রমান পেয়েছি। বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুরা প্রায়ই মজা করে একটি কথা বলতো; চলো ক্যাফেটেরিয়াতে খেতে যাই, তবে এমেরিকান পদ্ধতি, যার যার তার। এখানে এসেও তাই দেখলাম; কাজে সহকর্মীদের সাথে যখন একসাথে যুক্তি করে বাইরে খেতে যাই, দেখি খাওয়া শেষে চাঁদা উঠিয়ে বিল দেওয়া হচ্ছে। কোনো বিশেষ দিনে পরিবারের সবাই একই সাথে রেস্টুরেন্ট
খেতে যায় কিনুত খাওয়া শেষে, যার যার তার তার। ঘরের ভিতরেও সবাই একই সাথে থাকে কিন্তু যার যার তার তার। এই রেয়াজটি আমরা যারা বাইরের পৃথিবী থেকে এসেছি ক্রমান্নয়ে আমাদের ভিতরেও ডুকতে শুরু করেছে। তাই আমার মনে হয় কেউ যদি আমেরিকা আসার আগে বিয়ে করে থাকেন (পুরুষ কিংবা নারী) তবে আমেরিকা আসার আগে পরিত্যাগ করে আসতে হবে। আর যারা আসার পর বিয়ে করার কথা ভাবছেন, এই কথাটি দ্বিতীয়বার ভাববেননা কারণ বিয়ে করে লাভ কি হবে? জীবনতো যার যার তার তার হয়ে যাবে, তবে আর মিছামিছি ঝামেলা বাড়িয়ে লাভ কি।

মৃত্যুর পর সবাই যার যার তার তার হয়ে যায়, খুব সম্ভবত একারণেই জীবিত থাকা অবস্হায়ই আধুনিক জগতের মানুষ সেই অভ্যাসটি করে নিচ্ছে।

মানুষ আজকাল নিজস্ব নাম ডাক বিত্ত বৈভব জৌলুশ নিয়ে নিজেকে যতটা ব্যস্ত রাখতে পছন্দ করে  এর সামান্যটুকুও অন্যের সাথে শরিক করা কিংবা অন্যের সহযোগিতায় সহানুভূতিশীল হওয়ার প্রয়োজন মনে করেনা l নিজেই নিজের জগতে রাজা হওয়ার এক ভীষণ প্রবণতা নিয়ে দিনরাত শুধুই ছুটছে l

মানুষের আবেগ প্রেম প্রীতি ভালোবাসা দায়িত্ববোধ এবং সম্পর্ক দিনদিন একেবারেই হালকা হয়ে যাচ্ছে l মানুষ মন এবং সম্পর্ক দিয়ে আজকাল কেউ কাউকে কাছে টানেনা শুধুই নিজ খেয়ালের রাজত্বে আপন মনে বিচরণ করছে, কেউ কাউকে তোয়াক্কা করছেনা এতে করে জীবন যে ক্রমাগত একটি দুষ্টগ্রহের দিকে ধাবিত হচ্ছে সে ব্যাপারে আমরা কি একটুও ভাবছি ?

আগেকার দিনগুলিতে যেমন পারিবারিক এবং সামাজিক জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল একই বৃত্তে স্বহাবস্থান করা আর আজকাল হয়ে যাচ্ছে তা বৃত্ত থেকে বেরিয়ে যাওয়া এবং নিজস্ব গতিতে পরোয়াহীন একাকী পথ চলা l এই বেপরোয়া একাকীত্বতা মানব সমাজকে যে কোন অচেনা মুল্লুকে নিয়ে যাচ্ছে কেইবা জানে l

আসলে মানুষ যতই আধুনিক আর শিক্ষিত হচ্ছে মানুষের মাঝ থেকে যৌথ ভাবনাগুলো উঠে যাচ্ছে; প্রত্যকেই তার নিজস্ব একটি সীমানা তৈরী করার জন্যই ব্যাতিব্যস্ত l নিজের জগতেই মানুষ নিজস্বতা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে l তাই অন্যের ব্যাপারগুলো ততোটুকু আর আমলে নিতে রাজি নয়, সেকারণেই আগেকার দিনে মানুষের জীবনে যে সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধ ছিল তা আর এই যুগে থাকছেনা l আর একারণেই ক্রমাগতই জীবন যাপন একটি অস্থির ও অশান্তির দিকেই চলে যাচ্ছে বলে মনে হয় l এটাই হয়তো শিক্ষিত ও সভ্য সমাজের রীতি হয়ে থেকে যাবে l

No comments:

Post a Comment