Friday, October 27, 2017

"বন্ধন" 

"বন্ধন"
মিজানুর ভূঁইয়া

ভাই বোন ছিলাম মোরা
পাঁচ আর তিন মিলে আট l
বড় বোনটি কিছু না বলেই
চলেগেলো একেবারে হঠাৎ l
এখন আছি পাঁচ আর দুইয়ে সাত
বোনের এমন চলে যাওয়ায়
পেয়েছি মনে বড়ই আঘাত l
আটের জায়গায় হলো এখন সাত
মিলে মিশে আছি সবাই এখনো একসাথ l
জীবন সূতার পিছু টানে
কেউ যায় আগে আর কেউ পরে l
মায়ার বাঁধন যতই হউকনা শক্ত করে বাঁধা
শেষ পর্যন্ত তাহা যায়না রাখা ধরে l
জীবন এতোই ঠুনকো জিনিস
অবশেষে হেলেঢুলে পড়ে l
এই দুনিয়ার আজব রীতি
শুধুই দুইদিনের মায়ার খেলা l
মিলেমিশে হেসেখেলে অবশেষে
সাঙ্গ হয়ে যায় যে বেলা l
বন্ধন শুধু মায়ায় ঘেরা
কিছুদিন সবাই মিলে স্বপ্নলোকে বসবাস l
সব কিছুই ইতি টানে
চলে গেলে দেহ থেকে শেষ নিঃস্বাশ ll

ভার্জিনিয়া ইঊ এস এ
২৭ অক্টোবর ২০১৭

No comments:

Post a Comment