Friday, October 27, 2017

"আমরা সবাই রাজা"

"আমরা সবাই রাজা"
মিজানুর ভূঁইয়া


রাজনীতি যখন হয়ে যায়
 আমজনতার পেশা ।
কাজ কর্ম ছেড়ে দিয়ে
চোখে শুধু ঘুরে রাজনীতির নেশা ।
রাষ্ট্রযন্ত্র লাঠে উঠে
 দেশে নামে আকাল দুর্দশা ।
বড় বড় বুলি ছাড়ে
কাজের নামে বাড়ায় সবার হতাশা ।
এক দেশে সবাই যখন সাজে বড় নেতা
 সবুজ পাতা ঝরে গিয়ে হয় শুকনো পাতা ।
দুর্নীতি আর স্বজন প্রীতিতে
 ছেয়ে যায় পুরো দেশ ।
সবার হাতে আইনের লাঠি
 কর্মের নামে অপকর্মে দেশ হয় নিঃশেষ ।
দেশে যখন বনে যায় সবাই রাজা
 দেশ তখন ডিম পচা ।
আমজনতা যখন করে রাজনীতি
 উন্নয়নের চাকা বন্ধ বাড়ে দুর্নীতি ।
একদেশে সবাই যখন সাজে হর্তাকর্তা
 আইন কানুনের অপব্যবহারে হয় দুরবস্থা ।
অঘাট ঘাট হয়, সুবিধাবাদী রাজনীতির কারণে
 বিদ্যা-শিক্ষা না করেও কুটি টাকা গুনে ।
দুইদিন আগেও ছিল যারা রাস্তার ভবঘুরে
 ফায়দাবাজির রাজনীতিতে
 এখন চার চাক্কা গাড়ি চড়ে ।।

=====================
২৭ অক্টোবর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

No comments:

Post a Comment