Saturday, October 28, 2017

"বাঁধ ভাঙ্গার গান"

"বাঁধ ভাঙ্গার গান"

রাজনীতি রাজনীতি
মাঝে মাঝে দেখাও কেন এমন ভয় ভীতি ll
কোথা থেকে পাও তোমরা মানুষ মারার স্বীকৃতি l

নিরীহ যাদের পাও তোমরা
করো নির্যাতন আর নিষ্পেষণ ll
দাওনা তাদের কোনই নিঃস্কৃতি l

নিজের মানুষ রাখো নিরাপদ
তাদের জন্য তোমাদের বড়ই প্রীতি ll
এ কেমন পাষান নির্লজ্জ স্বজনপ্রীতি l

অন্যের মুখের অন্ন কেড়ে
নিজের লোকের মুখে বাড়াও ভোগ রুচি ll
এ নয়কি নির্মম দুর্নীতি l
হায়রে পাষান একচোখা রাজনীতি
নিজের ভোগ বিলাস জায়েজ করতে
ধারণ করো সকল ভুলনীতি ll
কোথা থেকে পাও তোমরা মানুষ মারার স্বীকৃতি l
******************************************
ম ভূইয়াঁ
২৮ অক্টোবর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

Friday, October 27, 2017

"বন্ধন" 

"বন্ধন"
মিজানুর ভূঁইয়া

ভাই বোন ছিলাম মোরা
পাঁচ আর তিন মিলে আট l
বড় বোনটি কিছু না বলেই
চলেগেলো একেবারে হঠাৎ l
এখন আছি পাঁচ আর দুইয়ে সাত
বোনের এমন চলে যাওয়ায়
পেয়েছি মনে বড়ই আঘাত l
আটের জায়গায় হলো এখন সাত
মিলে মিশে আছি সবাই এখনো একসাথ l
জীবন সূতার পিছু টানে
কেউ যায় আগে আর কেউ পরে l
মায়ার বাঁধন যতই হউকনা শক্ত করে বাঁধা
শেষ পর্যন্ত তাহা যায়না রাখা ধরে l
জীবন এতোই ঠুনকো জিনিস
অবশেষে হেলেঢুলে পড়ে l
এই দুনিয়ার আজব রীতি
শুধুই দুইদিনের মায়ার খেলা l
মিলেমিশে হেসেখেলে অবশেষে
সাঙ্গ হয়ে যায় যে বেলা l
বন্ধন শুধু মায়ায় ঘেরা
কিছুদিন সবাই মিলে স্বপ্নলোকে বসবাস l
সব কিছুই ইতি টানে
চলে গেলে দেহ থেকে শেষ নিঃস্বাশ ll

ভার্জিনিয়া ইঊ এস এ
২৭ অক্টোবর ২০১৭

"আমরা সবাই রাজা"

"আমরা সবাই রাজা"
মিজানুর ভূঁইয়া


রাজনীতি যখন হয়ে যায়
 আমজনতার পেশা ।
কাজ কর্ম ছেড়ে দিয়ে
চোখে শুধু ঘুরে রাজনীতির নেশা ।
রাষ্ট্রযন্ত্র লাঠে উঠে
 দেশে নামে আকাল দুর্দশা ।
বড় বড় বুলি ছাড়ে
কাজের নামে বাড়ায় সবার হতাশা ।
এক দেশে সবাই যখন সাজে বড় নেতা
 সবুজ পাতা ঝরে গিয়ে হয় শুকনো পাতা ।
দুর্নীতি আর স্বজন প্রীতিতে
 ছেয়ে যায় পুরো দেশ ।
সবার হাতে আইনের লাঠি
 কর্মের নামে অপকর্মে দেশ হয় নিঃশেষ ।
দেশে যখন বনে যায় সবাই রাজা
 দেশ তখন ডিম পচা ।
আমজনতা যখন করে রাজনীতি
 উন্নয়নের চাকা বন্ধ বাড়ে দুর্নীতি ।
একদেশে সবাই যখন সাজে হর্তাকর্তা
 আইন কানুনের অপব্যবহারে হয় দুরবস্থা ।
অঘাট ঘাট হয়, সুবিধাবাদী রাজনীতির কারণে
 বিদ্যা-শিক্ষা না করেও কুটি টাকা গুনে ।
দুইদিন আগেও ছিল যারা রাস্তার ভবঘুরে
 ফায়দাবাজির রাজনীতিতে
 এখন চার চাক্কা গাড়ি চড়ে ।।

=====================
২৭ অক্টোবর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ

Monday, October 23, 2017

"সুন্দর নিয়ে বসবাস" 

"সুন্দর নিয়ে বসবাস"
মিজানুর ভূইয়াঁ

সুখে কি দুঃখে আছি
তবুও হে সুন্দর আমি আছি তোমারই পাশাপাশি l
এতটুকুই আমার চাওয়ার শুধু মাত্র
তোমায় ভালবেসে যেন বাকি জীবনটুকু বাঁচি l
তুমি দিয়েছো বেঁচে থাকার প্রেরণা
দিয়েছো প্রাণভরা সত্য ও সুন্দরের শক্তি l
তোমার আলোয় পথ দেখি আমি
তুমি আপন তুমিই জীবনের মহামুক্তি l
তাইতো তোমার সাথে এতো মিশামিশি
বেঁচে থাকি যতদিন থাকি যেন দুজনে কাছাকাছি l
তুমি তুলে দিয়েছো আলোকরাশি এই দুচোখে
তা নিয়েই আছি আমি মহাসুখে l
তুমিই চির বন্ধু হয়ে রইবে আমার
সেই বিশ্বাসটুকু আজীবন থাকে যেন এই বুকে l
অসুন্দরের ছায়া যেনো কবু চোখে নাহি পড়ে
অন্তর কলুষতার কালিমায় নাহি ভরে l
অসত্য এবং অসুন্দর যেনো নাহি ছুতে পারে
সুন্দরে সাজানো দ্বীপ্তিময়য় এই অন্তর l
সত্যই আলো, সত্যই পথের দিশা
সত্যই আজীবন চির সুন্দর ও মঙ্গলময় l
সেই সত্য ও সুন্দরকে বুকে নিয়ে
জীবনের যেনো হয় বিজয় ll
--------------------------------------------
২৪ অক্টোবর ২০১৭
ভার্জিনিয়া ইউ এস এ