Saturday, April 23, 2016

"তুমি কি সেই তুমি"


 "তুমি কি সেই তুমি"
মিজানুর ভূঁইয়া


তোমাকে দেখার আনন্দে
মন পুলকিত হয়ে উঠে ক্ষণে ক্ষণে।
মুহুর্তেই কতো রঙিন স্বপ্নকথা
জেগে উঠে এই মনে ।
জোঁনাকিরা উড়ে যায় পাখা মেলে
মিটি মিটি আলো জ্বেলে।
হৃদয় আকাশটুকু ভরে উঠে আলোয়
তোমার দু'নয়নের সাড়া পেলে। 
হৃদয় চৌকোঠায় ভালবাসার অমৃত সুধায়
হয়ে উঠে প্রাণ রসময়।
ভালবাসার বিরামহীন বর্ষণ ধারায়
জীবন হয়ে উঠে মধুময়।
মেঘহীন শুকনো আকাশ শত গর্জিলেও
হয়না কোনো বৃষ্টি।
মেঘে মেঘে ঘর্ষণে হয় বজ্রপাত
জ্বলে উঠে আলো , হয় জলরাশির সৃষ্টি।
শুকনো ভূমিতে ফলেনা ফুল ও ফসল
বৃথাই করা শুধু চেষ্টা।
মনের রশ খুঁজে না পেলে আসল রশ
মিঠেনা মনের কোনো তেষ্টা ।
তুমি কি সেই তুমি
শুধুই ভাবনার জগতে একটুর সপ্নভূমি।
দু'চোখে শুধুই স্বপ্নগুলো করে খেলা
হতাশার কাঠগড়ায় বন্দী পিয়াসী প্রেমী।
==================
২৩ এপ্রিল ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস

Tuesday, April 12, 2016

"তোমাকে চাই গোলাপের মতো"

"তোমাকে চাই গোলাপের মতো"
 মিজানুর ভূঁইয়া


দেখেছি তোমায় আলো ঝলমল
কোনো এক ভর পূর্নিমা রাতে।
চেয়েছিলো মন একগুচ্ছ গোলাপ ফুল
তুলে দেই তোমার হাতে।
গোলাপের সাথে শুধু হতে পারে
তোমারই তুলনা।
বাহ্যিক সুন্দর্যে্ যেমন মনোরমা তুমি
অন্তরেও এঁকে রেখেছো আলপনা।
চোখে কি জাদু তোমার, রয়ে গেলো অজানা
যতো বারই দেখি ভুলিতে পারিনা।
ভালবাসা কাছে টানে, ডাকে কাছে আপন করে
শুধু বাহ্যিক রুপে কাছে টানেনা।
ভালবাসা অন্তর দিয়ে অতি কাছাকাছি টানে
চায়না হীরা মানিক গয়না।
ভালবাসা ভালবাসিয়ের জন্ম গোত্র ও বর্ণ কি
তা কখনো খুঁজে দেখেনা।
দুই নদীর তরঙ্গ একসাথে মিলেমিশে
হয়ে যায় একে অপরের আপনা।
ভালবাসা ছুটে চলে দুরন্ত স্র্রোতের ধারায়
তোলে কতো রংবেরঙের ফেনা।
গভীর বাসনা রশনায় অবশেষে দুটি ধারা
মিশে যায় একই মোহনায়।
নিখুত ভালবাসায় কাক কখনো কুকিল হয়না,
কুকিল হয়না কখনো কাক।
স্বার্থের মোহ জাল বুনেনা কেউ কখনো
খোঁজেনা কেউ কোনো দুর্বলতার ফাঁক।
ভালবাসা ভালোবাসাকে দেখে ও চিনে
ভালবাসার আয়নায়।
মিলেমিশে একে অপরের খুব কাছাকাছি থাকে
কোনো দুরত্ব সেখানে রয়না।
ভালবাসা একটি ফুটন্ত টগবগে গোলাপের মতই
সতেজ সুন্দর সৌরভময়।
একটি স্বচ্ছ ও সুন্দর পরিচ্ছন্ন মনই করিতে পারে
ভালবাসার স্বর্গীয় ভুবন জয়।।
===================
ভার্জিনিয়া, ইউ এস এ
এপ্রিল ১২ ২০১৬

(লেখকের একক ও সর্বসত্বাধিকার সংরক্ষিত)

Wednesday, April 6, 2016

""সরল রেখায় সরল জীবন""

""সরল রেখায় সরল জীবন""  
মিজানুর ভূঁইয়া


ধরবে কিনা হাত জানিনা
চলবে কিনা সাথে বুঝিনা। 
সোজা পথে চলতে চাই
যেখানে কোনো ভ্রান্তি নাই।
বাঁকা পথ আমি চিনিনা
সোজা পথ ছাড়া কিছু বুঝিনা। 
বাঁকা পথে ক্লান্তি আসে
অবশেষে ভ্রান্তিতে নাশে। 
সোজা পথে শান্তির ধারা
সুখ মিলেনা শান্তি ছাড়া।
বাঁকা পথে হয়না কর্ম সিদ্বি
ক্ষয় হয় সব মাথার বুদ্ধি।
যেখান থেকেই দেখো চাঁদ
দেখিবে রয়েছে সরল রেখায়।
যদিও পৃথিবীর সব পথ ঘাট
বিস্তীর্ণ কিংবা আঁকা বাঁকা দেখায়।
সরল রেখায় দেখো ঐ সুর্য হাসে
চাঁদের বুকে পূর্নিমার আলো ভাসে। 
সরল পথে দুরত্ব কম
তাতে হয় অল্প পরিশ্রম। 
বক্র পথে পথের দুরত্ব বেশি
ক্লান্তি আসে, কেড়ে নেয় মুখের হাঁসি।
সরল পথেই রয়েছে সুখের ঠিকানা
সে কথা হয়তো অনেকেই বুঝিনা। 
------------------------------
০৬ এপ্রিল ২০১৬
ভার্জিনিয়া, ইউ এস এ